ভোট পেতে দলীয় সাংসদ-বিধায়ককেই চোর বলে সম্বোধন করলেন তৃণমূল প্রার্থী! ভিডিও হল ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল শেষ হচ্ছে প্রথম দফার ভোটের প্রচার। আর তাঁর আগে ভোটারদের নিজদের দিকে টানতে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ আসন হল নন্দীগ্রাম। কারণ ওই আসনে এবার মুখোমুখি হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদা ওনারই ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী।

তবে শুধু নন্দীগ্রাম অথবা প্রথম দফার ৩০ আসনেই প্রচার চালাচ্ছে না নেতা/নেত্রীরা। রাজ্যের বাকি আসন গুলোতেই পুরোদমে চলছে প্রচার অভিযান। আর এই প্রচার অভিযানের মধ্যে বিরল দৃশ্য দেখা গেল হুগলির পুরশুড়া এলাকায়। সেখানে ভোটারদের মন জয় করতে দলীয় সাংসদ আর বিধায়ককেই চোর বানিয়ে দিলেন তৃণমূলের প্রার্থী। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওতে তৃণমূল প্রার্থী দিলীপ যাদবকে এলাকার বিধায়ক এবং বর্তমান সাংসদকে চোর বলতে দেখা যাচ্ছে। যদিও আমাদের পক্ষে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুরশুড়ার নিমডাঙ্গি এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। ওনার প্রচার অভিযানের সময় স্থানীয়রা রাজ্য সরকারের কাজ নিয়ে গাফিলতি আর দলবাজির অভিযোগ তুলেছিল।

এরপর তৃণমূল প্রার্থী দিলীপ যাদব ভোটারদের মন জয় করতে বলেন, ‘পুরশুড়ার বর্তমান তৃণমূল বিধায়ক নুরুজ্জামানের মতো চোর নই আমি।” এরপর তিনি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কথা উল্লেখ করে বলেন, ‘আমি অপরূপার মতোও চোর নই।” প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী এলাকাবাসীকে আশ্বস্ত করতে চেয়েছেন যে, এলাকাবাসী যদি ওনাকে ভোট দিয়ে বিধায়ক করেন, তাহলে তিনি নুরুজ্জামান আর অপরূপা পোদ্দারের মতন চুরি করবেন না। তিনি মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন।

তৃণমূল প্রার্থীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ যাদব নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে শুধু তৃণমূলের সাংসদ আর বিধায়ককে চোর বলছেন না, তিনি গোটা দলকে কাঠগড়ায় তুলছেন আর বিরোধীদের চুরি, দুর্নীতির অভিযোগে শিলমোহর দিচ্ছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর