‘কংগ্রেস ঢুকতে দেয়নি বুথে’, হাউ হাউ করে কান্না তৃণমূল প্রার্থীর, হেসে অভিযোগ ওড়ালেন অধীর

বাংলাহান্ট ডেস্ক: রবিবার পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ এনে সরব রাজ্যের প্রতিটি বিরোধী দলই। কিন্তু এবার যেন উলটো সুর দেখা গেল তৃণমূল প্রার্থীর গলায়। কংগ্রেসের বিরুদ্ধে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে কেঁদে ভাসালেন কাটোয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন।

   

কাটোয়া ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মাসুদা খাতুন। এদিন তিনি কান্নায় ভেঙে পড়েন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে। একই সঙ্গে অভিযোগ জানান যে তাঁকে বুথে ঢুকতে দিচ্ছে না কংগ্রেস। মাসুদার বাবা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক আজিজুল মণ্ডলের অভিযোগ এলাকায় সদ্য গজিয়ে ওঠা কংগ্রেসিরা তাঁর মেয়েকে বুথে ঢুকতে না দিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে। এহেন অভিযোগের পর রীতিমতো তোলপাড় শুরু হয় জেলা তৃণমূলের অন্দরে। খবর পাওয়া মাত্রই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। তারপর তিনি বুথের মধ্যে ঢুকতে সাহায্য করেন ওই তৃণমূল প্রার্থীকে।

তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন জানিয়েছেন, ‘বেলা পৌনে একটা নাগাদ কাটোয়া বালিকা বিদ্যালয়ের ৮১ এবং ৮২ নম্বর বুথে আমাকে ঢুকতে বাধা দেয় কংগ্রেস। পুলিশের সামনেই আমাকে বাধা দেয় ওরা। মারধরের হুমকিও দেওয়া হয়। আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বুথ থেকে। অসহায় হয়ে একা একা বুথের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আমি।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেসিরা আমাকে হারাতে উঠে পড়ে লেগেছে। পুরো ঘটনাই জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছি আমি।’

যদিও সম্পুর্ণ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি মাসুদা খাতুনকে কটাক্ষ করেই বলেন, ‘সবাই তো তৃণমূল। তাহলে ওঁর বিরুদ্ধে কে কথা বলবে? আসলে সাজিয়ে গুছিয়ে কিছু কিছু কথা বলতে হয় সমবেদনা পাওয়ার জন্য। তাই এসব বলা।’ যদিও পুরো ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ছায়াও দেখছেন কেউ কেউ। ঘটনার জেরে বেশ কিছুটা চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর