প্রচারে বেরিয়ে অজ্ঞান হয়ে গেলেন তৃণমূল প্রার্থী, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী প্রচার সারতে গিয়েই জ্ঞান হারালেন জামুড়িয়া (Jamuria) বিধানসভা কেন্দ্রের তৃণমূল (tmc) প্রার্থী হরেরাম সিং। হুড খোলা গাড়িতে করে প্রচার কাজ সারতে গিয়েই অজ্ঞান হয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বঙ্গে চলছে নির্বাচনী মরশুম। এই পরিস্থিতিতে দিকে দিকে সভা সমাবেশে ব্যস্ত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। সকাল বিকেল সভা সমাবেশ মিছিলে চলছে প্রচার কাজ। এলাকাবাসীদের মনের কাছে, তাদের ঘরের মানুষ হয়ে ওঠার লড়াই চলছে জোরকদমে।

TMC

এরই মধ্যে প্রচার কাজ চলাকালীন রবিকার বিকেলে গাড়ির মধ্যেই মুর্ছা গেলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং। প্রচার কার্য চলাকালীন আচমকাই মাইক হাতে গাড়ির মধ্যে জ্ঞান হারালেন তিনি। দলীয় কর্মীরা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে এক নাগারে সভা করে চলেছেন হরেরাম সিং। তারউপর এই গরমে বিরামহীন প্রচার চালানোয়, তাঁর শরীর এই ধকল নিতে পারেনি। তাই সাময়িক জ্ঞান হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী।

জানা গিয়েছে, রবিবার দিন ঠাসা কর্মসূচী ছিল তৃণমূল প্রার্থী হরেরাম সিং-র। শীতলকুচীর ঘটনায় প্রতিবাদ মিছিল থেকে শুরু করে তারপর জামুড়িয়া কুয়ো মোড় থেকে থানা মোড় পর্যন্ত প্রচার কাজে অংশ নিয়েছিলেন তিনি। সেইসময়ই হুড খোলা গাড়িতে মাইক হাতে নিয়েই জ্ঞান হারান হরেরাম সিং।

এই ঘটনার পর তৎক্ষণাৎ তাঁকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, ‘গরমে টনা সভা করার ফলে তাঁর শরীর সুর্বল হয়ে পড়ে। এমনকি রক্তে শর্করার মাত্রাও অনেকটা কমে গিয়েছিল। সেই কারণেই জ্ঞান হারান তিনি’। তবে রাতেই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন আগামী কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর