প্রকাশিত তৃণমূলের প্রার্থী তালিকা, রাজ-সায়নী থেকে অদিতি-সায়ন্তিকা একনজরে দেখে নিন তারকা প্রার্থীদের

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন (election) শুরু হতে বাকি আর কয়েকদিন। ইতিমধ‍্যেই প্রার্থী তালিকা ঘোষনা করল তৃণমূল (tmc)। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রত‍্যাশা মতোই বেল কয়েকজন নতুন যোগদানকারী তারকাকে এবারের বিধানসভা ভোটে প্রার্থী বানানো হয়েছে তৃণমূলের তরফে।

সদ‍্য যোগদানকারী রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়, অদিতি মুন্সি, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ সকলেই পেয়েছেন টিকিট। বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা। ব‍্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দাঁড়াচ্ছেন রাজারহাট থেকে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ।


টেলি অভিনেত্রী লাভলি মৈত্র প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে। উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক, শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। কৃষ্ণনগর উত্তর থেকে দাঁড়াচ্ছেন কৌশানি মুখার্জি। সদ‍্য যোগ দেওয়া অধিকাংশ তারকাকেই প্রার্থী করা হয়েছে এবার তৃণমূলের তরফে।

শোনা যাচ্ছে বিজেপিও আজই প্রকাশ করতে পারে প্রার্থী তালিকা। গতকাল বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্তকরণ পর্ব চলে দিল্লিতে। এরই মাঝে শোনা যাচ্ছে, শ্রাবন্তী চ‍্যাটার্জি, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ‍্যায়দের প্রার্থী করে বড়সড় চমক দিতে চলেছে গেরুয়া শিবির। শ্রাবন্তী চ‍্যাটার্জিকে সম্ভাব‍্য প্রার্থী করা হতে পারে বেহালা পশ্চিমে। সোনারপুর দক্ষিণে প্রার্থী হতে পারেন হিরণ চট্টোপাধ‍্যায়।

টালিগঞ্জ ও কসবা থেকে ভোটে দাঁড়াতে পারেন যথাক্রমে অঞ্জনা বসু ও রিমঝিম মিত্র। সম্প্রতি অভিনেতা বনি সেনগুপ্তের বিজেপি যোগদানের গুঞ্জন প্রবল হয়েছে। তিনি যোগ দিলে উত্তর কলকাতার কয়েকটি আসনে প্রার্থী করা হতে পারে যশ দাশগুপ্ত, বনি সেনগুপ্তদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর