দলীয় নেতার তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হামলার শিকার তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ দিনের-পর-দিন মাছের ভেড়ি ব্যবসায়ীদের কাছ থেকে চলছিল তোলাবাজি। তা ঠেকাতে গিয়ে এবার দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক তৃণমূল নেতা। অভিযোগ অনুযায়ী সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন শাসক দলেরই আরেক দোর্দণ্ডপ্রতাপ নেতা। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ভবানীপুর এলাকায়। যার ফলে এখন রীতিমত উত্তপ্ত পরিস্থিতি।

   

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সোমবার এলাকার তৃণমূল ব্লক সভাপতি সুবুর আলী মোল্লার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির দরজা এবং জানালা। তারপর ভিতরে ঢুকে কার্যত লুটপাট চালায় দুষ্কৃতীরা। মারধর করা হয় সবুর আলী মোল্লাকেও, এতেও শান্ত হয়নি দুষ্কৃতীরা। সুবুরবাবুর ছেলে একজন আইনজীবী। অভিযোগ অনুযায়ী, এ দিন তার কাছ থেকেও প্রায় কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ব্লক কার্যকরী সভাপতি সবুর আলী মোল্লার অভিযোগ, এই ঘটনার নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা ইউনুস মোল্লা। কার্যত তার নেতৃত্বেই হুমকি, মারধর এবং লুটপাট চালানো হয়। হঠাৎ তার উপরে এধরনের আক্রোশের কারণ কি? তা জানতে চাইলে সবুর মোল্লা বলেন, হাসনাবাদের এই সমস্ত এলাকাজুড়ে রয়েছে একাধিক মাছের ভেড়ি। ওইসব ভেড়ি ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করে এই দুষ্কৃতীরা। কার্যত মাঝেমাঝে ডাকাতিও হয়।

এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলেন সবুর আলী, আর তার জেরেই কার্যত দুষ্কৃতীদের টার্গেট হয়ে পড়েন তিনি। তার অভিযোগ, এদিন শুধু তাদের উপরেই নয় বাড়ির মহিলাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গুলি চালিয়ে ভয়ও দেখানো হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এখন এলাকায় পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায়।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর