বিধায়কদের চাঁদা বাড়িয়ে দ্বিগুণ করল তৃণমূল, পুরোটাই যাবে দলীয় তহবিলে

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয় বার ক্ষমতা দখল করে নবান্নে ফিরেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছু সাংগঠনিক রদবদল তো বটেই, পরিবর্তিত হয়েছে অনেক নিয়মও। এর আগেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এক ব্যক্তি এক পদ এটাই এখন তৃণমূলের সিদ্ধান্ত। আবারও দলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল তৃণমূল কংগ্রেস। প্রথা মতই বিধায়কদের ভাতা থেকে একটি অংশ কেটে নেওয়া হয় দলীয় চাঁদা হিসেবে। এবার সেই চাঁদার পরিমাণ বৃদ্ধি করল রাজ্যের শাসক দল।

প্রথম দুই শাসনকালে দলীয় চাঁদা হিসেবে বিধায়কদের মাসিক ভাতা থেকে ১০০০ টাকা কেটে নেওয়া হতো। সূত্রের খবর অনুযায়ী, এবার থেকে তা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। শোভন দেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ ত্যাগ করার পর এই মুহূর্তে বিধানসভায় মোট ২১২ জন বিধায়ক রয়েছেন তৃণমূলের। যাদের মধ্যে ১৬৯ জন পুরনো হলেও ৪৩ জন একেবারেই নতুন। যার ফলে তাদের বেতন অ্যাকাউন্ট এখনো খোলা হয়নি। সে কারণে এখনই দলীয় চাঁদা কাটা শুরু করেনি ঘাসফুল শিবির।

   

আপাতত করোনাই মুখ্য লক্ষ্য। আর সেই কারণেই বিধায়করা সকলেই রয়েছেন নিজ নিজ এলাকায়। অবশ্য বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তথা বরানগরের বিধায়ক তাপস রায় বলেন, দলের জন্যই সকলের বিধায়ক হওয়া। আর তাই দল যদি চাঁদা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পরিষদীয় দলের কারও আপত্তি থাকার কথা নয়।

সাধারণত সব মিলিয়ে প্রায় ৮২০০০ টাকা
মাসিক ভাতা পান একজন বিধায়ক। এবার তার থেকেই ২০০০ টাকা কেটে নেবে দল। সম্ভবত সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসে শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। দলীয় সূত্রে জানানো হয়েছে তখন থেকেই বিধায়কদের দলীয় চাঁদা দিতে হবে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর