কালীঘাটে মাথা ন্যাড়া করেও হল না লাভ, বিজেপির বিধায়ককে দলে নিচ্ছে না তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ কালীঘাটে আদি গঙ্গার ঘাটে মাথা মুড়িয়ে যজ্ঞ করে রীতিমত নিয়ম মেনেই প্রায়শ্চিত্ত করেছিলেন ত্রিপুরার (Tripura) বিজেপি বিধায়ক আশিস দাস (ashish das)। বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিয়ে নিজের মোহভঙ্গ করে, যোগ দিতে চলেছিলেন তৃণমূল শিবিরে। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁর।

কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দিনই তৃণমূলে যোগ দেবেন আশিস দাস। কিন্তু সেই মহালয়া কেটে গেলেও, তৃণমূলে এখনও যোগ দিতে পারেননি ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। সম্ভবত ভবিষ্যতেও তাঁর আর তৃণমূলে যোগ দেওয়া হবে না বলেই কানাঘুষো শোনা যাচ্ছে।

tmc vs bjp

বিষয়টা হল, বিজেপির বিধায়কের এই আচরণ ভালো ভাবে নেয়নি অনেকেই। আশিস দাসকে কান্ডক জ্ঞানহীন এবং অপদার্থ বলে আখ্যা দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সেইসঙ্গে বুধবার সন্ধ্যায় সুরমা বিধানসভা কেন্দ্রে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নামেন বহু মানুষ। এমনকি সালেমা বাজারে বিধায়কের কুশপুতুলিকা তৈরি করে তাতে জুতোপেটাও করতে থাকেন মহিলারা।

এলাকাবাসী তাঁকে মানসিক রোগী বলেও আখ্যা দেয়। এইসব বিষয় দেখে মহালয়ার দিন থেকে একটু একটু করে পেছোতে শুরু করে আশিস দাসের তৃণমূলে যোগদানের দিন। তবে বর্তমান পরিস্থিতি যা বলছে তাতে করে ভবিষ্যতেও মনে হয় না আর তিনি তৃণমূলেও যোগ দিতে পারবেন বলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর