শুভেন্দু অধিকারীকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু দল ত্যাগ করার সময় তিনি বিধায়ক এবং মন্ত্রী পদ ত্যাগ করেছেন ঠিকই কিন্তু সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ এখনো পর্যন্ত ছাড়েনি নন্দীগ্রামের বিধায়ক। এবার তাকে সেই পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করলো তৃণমূল। কিছুদিন আগেই এই নিয়ে উপরমহলের কাছে অভিযোগ করেছিল মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

সেই সূত্র ধরেই এবার কাজ শুরু করল রাজ্যের শাসক দল। মেদিনীপুর জেলার অন্যতম বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি জানান, রাজ্য সরকারের সমালোচনা করার আগে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিক শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হওয়ার পরেই সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন শুভেন্দু অধিকারী। আইন অনুযায়ী তিনবার টানা চেয়ারম্যান হতে পারেন যে কেউ। তৃণমূলের দাবি, এই আইন মানেননি তিনি। রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পরেও কার্যত জোর করেই পদ আঁকড়ে রয়েছেন।

২০১৭ সালের শেষবার চেয়ারম্যান নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। যদিও জানা গিয়েছে বিজেপিতে যোগ দেওয়ার পরেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আপাতত সেই রায়ের ভিত্তিতেই সমবায় ব্যাংকের চেয়ারম্যান রয়ে গিয়েছেন তিনি।

cooparetivie bank,Chairman post,Mamata Banerjee,Suvendu Adhikary,West Bengal,Arup Roy

কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পরে এবার এ বিষয়ে সরব হয়েছেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ও। তিনি বলেন, ‘‘ওঁকে সরানোর প্রক্রিয়া দফতর শুরু করেছে। বিজেপি-তে যোগদানের পরেই কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন তিনি। মামলা করে তিনি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থেকে যাওয়ার নির্দেশও পেয়ে যান। যাতে আমরা সরকারিভাবে তাঁকে সরাতে না পারি। কিন্তু এই সময়ে আমরা ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। সেই সব অভিযোগের তদন্ত করেও দেখা হয়েছে। আমরা সেই মর্মেই আমরা পদক্ষেপ করা শুরু হয়েছে।’’

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর