কেন্দ্রীয় প্রকল্পের নামে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের এনআরইজিএস প্রকল্পের লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ উঠল মালদা জেলার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা গিয়েছে এনআরইজিএস প্রকল্পে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার তৃণমূল নেতা আমিমুল ইসলামের বিরুদ্ধে প্রকল্পের টাকা নিয়ে তছনছ করার অভিযোগ উঠেছে, একই সঙ্গে ভুয়ো প্রকল্পের নাম দিয়ে টাকাও তোলা হয়েছে বলে অভিযোগ।

পরে কালিয়াচক নম্বর ব্লকের বিডিও র কাছে অভিযোগ জানানো হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অভিযোগকারীদের চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে অভিযোগকারীরা জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। যদিও ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিমুল ইসলাম দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে তদন্ত শুরু হতেই কালিয়াচক নম্বর ব্লকের বিডিও সংবাদমাধ্যমের কাছ থেকে দূরে থাকতে হাত জোড় করে কার্যত মুখ দেখানোর চেষ্টা করেছেন। এই ঘটনাকে হাতিয়ার করে এ বার মাঠে নেমেছে বিজেপি। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির মালদা জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জি এ ধরনের কোনও বিডিও চিঠি দিতে পারেন না বলে জানান

পাশাপাশি সাধারণ মানুষ প্রতারিত হয়ে প্রশাসনের কাছে গেলে প্রশাসন যদি মানুষকে না ভাবে তা হলে এই পরিস্থিতি তৈরি হবে। তবে মালদা জেলার তৃণমূল কার্যকরী সভাপতি অভিযোগ প্রমাণিত হলে কখনওই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন।

সম্পর্কিত খবর