তৃনমূলের নেতারা কালো টাকা সাদা করেন পুজো করে – বিস্ফোরক দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ নদিয়ার চাকদায় ভারতীয় জনতা পার্টীর দক্ষিন জেলার সদস্য অভিযান কর্মসুচীতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একের পর এক নিশানায় তোপ ডাকলেন শাসক শিবিরের দিকে।দিলীপ বাবু এদিন সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বলেন নদিয়া দক্ষিনে আমরা ভাল ভোট পেয়েছি।এমুহুর্তে প্রায় দেড় লক্ষের কাছাকাছি সদস্য হয়ে গেছে।আমরা সাড়ে চার লক্ষ সদস্যের লক্ষ্যমাত্রা রেখেছি।তা হয়তো কিছু দিনের মধ্যে পুরন হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

   

কর্মীরা যেভাবে কাজ করছে এবং সময়ও বাড়ানো হয়েছে।ঠিকমত কাজ হচ্ছে।আসন্ন দুর্গোৎসবে আয়কর দপ্তর জেভাবে পুজো কমিটি গুলিকে নির্দেশ এবং নজর রাখছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন হিসাব চাইলে দিদিমনি এবং তার ভাইয়েরা চেচামেচি করেন।তবে হিসাব তো দিতেই হবে।কেন্দ্রের পয়সা হোক বা মানুষের পয়সা হোক সাধারন মানুষের কোন চিন্তা নেই বা পুজো কমিটি গুলিরও কোন চিন্তা নেই।

পুজো কমিটির মধ্যে টি এম সি এর নেতারা এসেছেন তারা টাকা আত্মসাৎ করেছেন।দুই নম্বরী করেছেন লোকের কাছ থেকে সারদা, নারদার টাকা ঢুকিয়ে দিয়েছেন ওর মধ্যে।সেটা ধরা পড়ে যাবে বলে টি এম সি চিন্তা করছে রাস্তায় নেমেছে।রাস্তায় নামুন আর জলে নামুন হিসাব দিতে হবে।আয়কর দপ্তর সবাইকে জিজ্ঞাসা করবে।মানুষ বিশ্বাস করে পয়সা দিয়েছেন কেনো পয়সা ফেরত দেবেব না।টি এম সি লোককে ভয় দেখাচ্ছেন।

কে বন্ধ করেছে পুজো বিজেপি? না পুজোর বিসর্জনের অনুমতি মমতা ব্যানার্জী দিতে দেন নি তার জন্য হাই কোর্টে জেতে হয়েছে আমাদের।উনি মহরম করছেন পুজো করতে দেন নি।আজকে এটা সবার কাছে জবাব দিতে হবে।মানুষ বিশ্বাস করে পয়সা দিয়েছে আর জারা ভক্তি করে পুজো করেব সঠিকভাবে তার জন্য মানুষ হিসাবও রাখেন।নেতারা পুজো কমিটি গুলির মধ্যে ঢুকে পয়সা কামাচ্ছেন তাদের আগামীদিনে চিন্তার বিষয় আছে বলে তিনি হুসিয়ারী দেন।ভারত মাতার পুজো করতে দেয় না।ওই ওসি কে পাকিস্তানের পতাকা আর ইমরানের ছবি দিয়ে আসবো কারন উনি ওনারই ভক্ত। মমতা তার নিজের দলকে দেখছে আর বাকীদের কোন অধিকার নেই।টি এম সি দলের কোন অনুমতি নেবার প্রয়োজন হয় না তারা রাস্তায় বসে পড়ছে,আন্দোলন করছে,রাস্তায় হাটছে জা ইচ্ছা তাই করছে।নির্বাচনের সময় আইন মানে নি।

তিনি আইন মানবেন না, দুর্নিতীর পক্ষে থাকবেন।সেই জন্য মানুষ তাদের এবারে লোকসভা ভোটে শিক্ষা দিয়েছেন। দিদিকে বলো নিয়ে দিলীপ বাবু এদিন আরো বলেন ” লোকতো দিদিকে বলতে যাচ্ছে কিন্তু দিদিতো কারো কথা শুনছে না”। এমনকি এম পি দের কথাও শোনেন না।বেশী বিরোধীতা করবেন না আন্দোলন করবেন না।যতজন দিদিকে ফোন করেছেন কোন উত্তর পাচ্ছেন না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর