বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আজ রাজ্যসভায় বাজেট নিয়ে চর্চা হওয়ার সময় আচমকাই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। সুত্র অনুযায়ী, উনি খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও, দীনেশবাবু নিজে এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বীকার করেন নি।

   

ইস্তফা দেওয়ার পর দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি খুবই সংবেদনশীল আর সবসময় দেশ আমার কাছে সবার উপরে। আমি যেটা সংসদে বলেছি, সেটাই প্রকৃত সত্য। আজ গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে আর আমাদের এখানে এত হিংসা, এত তিক্ততা, বাংলায় এত হিংসা হচ্ছে যে আমি এখানে বসে আমার আত্মাকে বোঝাতে পারব না।”

প্রাক্তন রেল মন্ত্রী বলেন, ‘আমার এই নির্ণয় দেশের জন্য নেওয়া হয়েছে। আর আমি খুব খুশি যে আমি স্বামী বিবেকানন্দ্র এবং গুরুজনের প্রেরণা পেয়েছি। দলে থাকতে হলে দল যা বলবে তাই করতে হবে, কিছু বলাও যাবেনা। কেউ আমার কথা শোনেনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সন্মান করতাম আর করব। রেলমন্ত্রী থাকাকালীনও আমি দেশের কথা বলেছি।”

বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠার পর প্রাক্তন রেল মন্ত্রী বলেন, ‘আমি এখন আপাতত নিজের মধ্যেই আছি, নিজের অন্তরআত্মার কথা বলছি, আমি যদি লেনদেনের বিষয়ে কথা বলি তবে আমি আমার চোখে ছোট হয়ে যাব, তবে আমি বসেবসে শ্রমিকদের মতো শুধু দেখে যেতে পারি না।”

দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যুক্ত হওয়ার প্রশ্নে বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘আমার মনে হয় দীনেশজি দেরি করে ফেলেছেন, কারণ এক বছর আগেই আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম, কোনও আত্মসন্মানি ব্যক্তি তৃণমূলে থাকতে পারে না। তবে ওনার বিজেপিতে যুক্ত হওয়ার নিয়ে এখনও কোনও কথা হয়নি।”

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর