খুনের আগে ফোন করে দুবার হুমকি তৃণমূল নেতাকে! আগামীকাল বনধের ডাক চুঁচুড়ায়

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের প্রতিবাদে, আগামিকাল চুঁচুড়া বিধানসভা এলাকায় ২৪ ঘণ্টা বনধের ডাক দিল তৃণমূল কংগ্রেস।

দিন দুয়েক আগে দিলীপ রামের কাছে এসেছিল হুমকি ফোন জানালো নিহতের পরিবার। তারা আরও জানিয়েছেন পুলিশকে এর অভিযোগ জানানো হয়েছিল, দেওয়া হয়েছিল দুটো মোবাইল নাম্বারও, কিন্তু কোনও নিরাপত্তা দেয়নি পুলিশ। জানা গেছে, ওই কল দুটো এসেছিল ঝাড়খণ্ড থেকে।

শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে দিলীপ কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সম্পূর্ণ প্ল্যান করে এই খুন করা হয়েছে বলেই জানাচ্ছে পুলিশ। এদিন সকালে দিলীপ রাম ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে। এই সময়েই দুষ্কৃতীরা এসে আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায়, মাথার পেছনে এসে লাগে সেই গুলি।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচড়া হাসপাতালে ভর্তি করে ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা। ঘণ্টাঘানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। সূত্রে খবর, এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর