উলট পুরাণ! অমিত শাহের বঙ্গ সফরের আগে ৫০০ কর্মী নিয়ে বিজেপিতে দাপুটে তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর ৩ মে বিজেপির জন্য ছিল দুঃখের দিন। কারণ ঠিক একদিন আগেই বিজেপির বাংলা জয়ের স্বপ্ন ভেঙে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ২ মে গণনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেও, বিপুল সংখ্যক আসন নিতে রাজ্যের ক্ষমতা দখল করে তৃণমূল। তবে, সেদিন বিজেপির সবথেকে বড় পাওনা ছিল নন্দীগ্রামে জয়।

৩ থেকে ৭৫ আসন পাওয়া বিজেপি গত একবছরে বহুবার ভেঙেছে। দলে দলে নেতা, বিধায়ক এমনকি সাংসদও পদ্ম ছেড়ে ঘাসফুলে ঝুঁকেছেন। বারবার এই ভাঙন যে বিজেপির জন্য অশনি সংকেত, তা ভালো মতোই জানেন গেরুয়া শিবিরের নেতারা। আর এই ভাঙনের জেরেই গতবারের বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত কোনও উপনির্বাচনেই জয় পায়নি বিজেপি।

তবে, এরই মাঝে বিজেপির জন্য এক সুখবর সামনে এল। চারিদিকে যখন ভাঙনে জেরাবার গেরুয়া শিবির, তখন শাসক দল তৃণমূল কংগ্রেসের ৫০০ কর্মীকে নিয়ে এদিন বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের নেতা। স্বভাবতই এই উলট পুরাণ দেখে চমকে গিয়েছে ওয়াকিবহাল মহলও। উল্লেখ্য, আর কয়েকদিন পর ৫ মে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন শিলিগুড়িতে একটি সভা করবেন তিনি। এরপর অমিত শাহ ৬ মে কোচবিহারের তিনবিঘা এলাকায় যাবেন। আর ওনার সফরের আগে বিজেপির শক্তিবৃদ্ধি যে গেরুয়া শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

মঙ্গলবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে পরিচিতি জয়দীপ ঘোষ ৫০০ তৃণমূল কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ দেন। ওনার হাতে বিজেপির পতাকা তুলে দেন কোচবিহার জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়।জয়দীপবাবুর বিজেপিতে যোগদান নিয়ে সুকুমারবাবু বলেন, তাঁকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় ফাঁসানোর বহু চেষ্টা করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর