“২০১৩ সালে পাঁচটা রাত মেসির সাথে কাটিয়েছি, ওকে নিয়ে কলকাতায় খেলেছি”, বিস্ফোরক দাবি মদন মিত্রের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপাতত একটু স্বস্তিতে রয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বেশ চাপে পড়ে গিয়েছিলেন তারা। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে মেসি ম্যাজিক এবং পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার দুরন্ত জয়ের পর গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে তারা।

চলতি বিশ্বকাপে লিওনেল মেসি এখনো দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেও তিনি দুর্দান্ত ভঙ্গিতে নিজের পরিচিত ছন্দের খেলা দেখিয়ে পোল্যান্ড ডিফেন্সকে নাস্তানাবুদ করেছেন। এরপর সেমিফাইনাল অবধি আর্জেন্টিনার রাস্তা বেশ কিছুটা সহজ খাতায় কলমে। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে জিতলে তারপর কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডসের মধ্যে যে কোনও একটি দলের মুখোমুখি হবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা তুলনায় খাতায়-কলমে অনেক পিছিয়ে আর নেদারল্যান্ডস এখনো অবধি বিশ্বকাপে নিজেদের সেরা ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে মেসিকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সকলেই জানেন যে ২০১১ লিওনেল মেসির আর্জেন্টিনা কলকাতায় এসেছিল একটি ম্যাচ খেলতে। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচে মেসি গোল না পেলেও তার ফুটবল মুক্ত করেছিল যুবভারতীকে। তখন রাজ্যে সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।

এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান নেতা মদন মিত্র একটি বিস্ফোরক দাবি করেছেন। সম্প্রতি মদন মিত্রর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটি কবেকার সেই সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা না হলেও সেই ভিডিওতে তিনি যা বলছেন তা শুনে অনেকেই চমৎকৃত হয়ে গিয়েছেন।

ওই ভিডিওতে মদন মিত্র দাবি করেছেন যে তিনি মেসিকে কলকাতায় এনেছিলেন এবং তার সঙ্গে সল্টলেকের হায়াতে পাঁচ রাত কাটিয়েছিলেন এবং মেসিকে নিয়ে কলকাতায় খেলেছেন। যদিও এই ভিডিওতে তিনি দাবি করেছিলেন যে তিনি মেসিকে ২০১৩ সালে কলকাতায় এনেছিলেন। কিন্তু তথ্য বলছে যে মেসি কলকাতায় এসেছিলেন তার দু বছর আগে ২০১১ সালে। তাই অনেকেই তার এই কথাকে গুরুত্ব দিতে নারাজ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর