‘…ঢোকানো হবে’, কুরুচিকর মন্তব্যের অভিযোগে রুদ্রনীলের বিরুদ্ধে FIR তৃণমূলের যুবনেত্রী রাজন্যার

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস (Trinamool Shahid Diwas) এর মঞ্চে বক্তৃতা দিতে দেখা যায় যুবনেত্রী রাজন্যা হালদারকে (Rajanya Haldar)। ঝাঁঝালো বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চ কাঁপান তিনি। তারপর থেকেই ‘ভাইরাল’ রাজন্যা এখন সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এরই মধ্যে নেত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি (BJP) নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

রাজন্যার অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় রুদ্রনীল তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। যুব তৃণমূল নেত্রীর অভিযোগ , ‘বোন’ বলে সম্বোধন করে অশালীন মন্তব্য করেছেন রুদ্রনীল। সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে গেছেন বিজেপি নেতা। এই অভিযোগ তুলে শনিবার নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন রাজন্যা।

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় রুদ্রনীল বলেন, “রাজন্যা ‘বোন’কে বলি, খুব সাবধানে থাকো। নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সেসব টাকা তোমার ঘরে ঢোকানো হবে।”

এখানেই শেষ নয়! বিজেপি নেতা আরও বলেন, “দলে তোমার জায়গায় পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।” রুদ্রনীল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতেই সোনারপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা হালদার।

rajanya haldar

FIR দায়ের করার পর রাজন্যা বলেন, “উনি যে মন্তব্য করেছেন তা মারাত্মক। উনি সাক্ষাৎকারে বলছেন কত টাকায় রাজন্যাকে কেনা হবে। যা অত্যন্ত অবমাননাকর। আমার কথা যারা শুনছেন তাদের মা-বোনেদের নিয়ে যদি এই মন্তব্য করা হত! ভেবে দেখুন তো কতটা অসম্মানজনক। আমাদের নেহাত সহবত শিক্ষা আছে। নইলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নির্দেশ দিতেন, তাহলে ওঁর কী হল হত কল্পনাও করতে পারতেন না।”

এরপর মণিপুরের প্রসঙ্গ টেনে রাজন্যা বলেন, ‘বিজেপি মা বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। এখানেও সেই সংস্কৃতি নিয়ে আসতে চাইছে। কিন্তু, বাংলায় এই জিনিস চলবে না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর