ব্রেকিং খবর : সকাল সকাল গুজরাট পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র

বাংলাহান্ট ডেস্ক : গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে (Saket Gokhale) গ্রেফতার করল গুজরাট পুলিস। এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তিনি বলেন, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরে সাকেতকে গ্রেফতার করা হয়েছে।

আজ, মঙ্গলবার সকালে টুইট করে ডেরেক লেখেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিস। সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিল সাকেত। ও যখন নামে, তখন রাজস্থানের বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিস এবং তাকে তুলে নেওয়া হয়। মঙ্গলবার রাত দুটো নাগাদ ও মা’কে ফোন করে।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক আরও বলেন, ‘মা’কে সাকেত বলেছে যে তাঁকে আমদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। আজ দুপুরের মধ্যে আমদাবাদে পৌঁছেব যাবে। ওকে ওই একবারই দু’মিনিটের জন্য ফোন করতে দেয় পুলিস। তারপরই ওর ফোন ও সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে নেওয়া হয়। মৌরবির সেতু ভেঙে পড়া নিয়ে সাকেতের টুইট নিয়ে আমদাবাদ পুলিস মামলা দায়ের করেছে।’

সাকেতকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ডেরেক। তাঁর কথায়, ‘মোরবি বিপর্যয় নিয়ে ট্যুইটের জেরে আমদাবাদ সাইবার বিভাগের সহোগিতায় সাকেতের বিরুদ্ধে ভুয়ো মামলা সাজানো হয়েছে

প্রসঙ্গত, গত অক্টোবরে মৌরবিতে মচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে গুজরাটের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায় তৃণমূলও। টুইটারেও বিজেপিকে আক্রমণ করা হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর