সৌরভকে ঘুরিয়ে অর্থপিশাচ বললেন সৌগত রায়! তৃণমূল নেতার বয়ানে বিতর্ক  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব এই মরশুমের মতো শেষ করার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বর্তমানে কি করবেন সেই নিয়ে অনেকেই চিন্তা করছিলেন। কালকেই জানা
গেছে যে ত্রিপুরার (Tripura) পর্যটনের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। সকলেই জানেন যে ত্রিপুরা বর্তমানে একটি বিজেপি শাসিত রাজ্য। তবে কি সৌরভ এই পদক্ষেপ নেওয়ার মধ্যে দিয়ে কোন রাজনৈতিক বার্তা আগেই দিয়ে দিলেন প্রচ্ছন্নভাবে?

এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল তৃণমূলের সংসদ সৌগত রায়ের সামনে। এর আগে অতীতে সৌরভের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়েও নানান রকম সম্ভাবনা খুঁজে পেয়েছেন অনেকে। সিপিএম জমানে থেকে শুরু করে তৃণমূল জামানা এবং নিজের বিসিসিআই সভাপতির কেরিয়ার চলাকালীন সৌরভ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। কিন্তু কারোর সাথেই খুব একটা ঘনিষ্ঠ হননি। কিন্তু সৌরভ সংক্রান্ত প্রশ্নের উত্তরে সৌগত রায় যে মন্তব্য করেছেন তা অনেকের পছন্দ হয়নি।

sougata roy m

এদিন তাকে এই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন না এর পেছনে কোন রাজনৈতিক তাৎপর্য রয়েছে। অবসর গ্রহণের পর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট এর চেয়ে বেশি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত বলে এই সৌগত বাবু মনে করেন। ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা শুধুমাত্র তার পয়সা রোজগারের আরেকটি পন্থা বলেই মনে করছেন তৃণমূলের জনপ্রিয় নেতা।

ত্রিপুরার লোকেরা সৌরভকে টাকা দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন, এমন মন্তব্য শোনার পর মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সৌগত রায়ের বক্তব্যের পাল্টা দিয়ে তিনি জানিয়েছেন যে বাংলা সরকারের অনেক আগেই নাকি এই কাজ করা উচিত ছিল, কিন্তু তারা করেনি। ত্রিপুরাতেও বাঙালিরা থাকেন এবং তাদের আবেগকে সম্মান দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে সৌরভ আপাতত ছুটি কাটাতে কয়েক দিনের জন্য লন্ডন উড়ে যাবেন নিজের মেয়ের কাছে। সেখান থেকে ফিরলে তাকে নিয়ে যাওয়া হবে আগরতলায় এবং তারপর বিজ্ঞাপন সংক্রান্ত যাবতীয় শ্যুটিং আরম্ভ হবে। সৌরভ নিজে অবশ্য সরাসরি এখনও এই নিয়ে নিজে কোনও বক্তব্য রাখেননি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর