তহবিলের ৫১ লক্ষ টাকায় অত্যাধুনিক স্পিড বোট!‌ জলযান কিনে জোর বিতর্কে TMC বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে একাধিক দুর্নীতির ইস্যুতে নাজেহাল দশা রাজ্যের। এরই মধ্যে সামনে এল আরেক কাহিনী। বিধায়ক তহবিল থেকে ৫১ লক্ষ টাকার আধুনিক স্পিড বোট (Speed Boat) কিনে জোর বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিধায়ক (TMC MLA) সুব্রত মণ্ডল (Subrata Mondal)। ঘটনার খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা।

সূত্রের খবর, ২০২১-২২ অর্থবর্ষে এলাকা উন্নয়নের জন্য মত ৬০ লক্ষ টাকা বিধায়ক তাহবিলে ঢুকেছিল। তার মধ্যে প্রায় ৫১ লক্ষ টাকাই সুব্রতবাবু মণ্ডল বোট কিনতে খরচ করেছেন। সেই নিয়েই জোর সমালোচনা সর্বত্র। তবে বিধায়কের কথা, এলাকার সাধারণ মানুষের সমস্যা দূর করতেই এই বোট কেনা হয়েছে। মানুষের শরীর খারাপ থেকে শুরু করে জলপথে বিপদ হলে এই স্পিড বোট মুশকিল আসান রূপে কাজ করবে বলে ধারণা বিধায়কের।

উল্লেখ্য, গোসাবা থেকে সুন্দরবনের মতো দ্বীপাঞ্চল এলাকায় কারও শরীর খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করতে আজ থেকে প্রায় দেড় বছর আগে সুন্দরবন উন্নয়ন দফতরের তরফে একটি ওয়াটার অ্যাম্বুল্যান্স চালু করা হয়েছিল। কিন্তু সেটির অত্যাধিক জ্বালানির খরচের দরুন সেই পরিষেবা বহাল রাখা যায়নি।

তবে এই স্পিড বোট টানা একঘন্টা চললে তার জন্য ৪০ লিটার পেট্রোল খরচা লাগবে। যার বাজার মূল্য গিয়ে দাঁড়াচ্ছে সাড়ে ৪ হাজার টাকা। এই বিষয় সামনে আসতেই বোট ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিরোধী শিবির। ঘটনা নিয়ে গোসাবার এসইউসি নেতা চন্দন মাইতি বলেন, ‘‌জেটিঘাট থেকে হাসপাতাল এবং দূর থেকে মানুষকে পানীয় জল নিয়ে আসার সমস্যা এখানে রয়েছে। সেখানে বিলাসবহুল বোট কেন কেনা হল?‌ সেটা সত্যিই আমাদের ভাবাচ্ছে।’‌ অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা বিকাশ সর্দার বিধায়ককে কটাক্ষ করে বলেন, ‘‌বিধায়কের শখ হয়েছে। তাই স্পিড বোটে করে নদীবক্ষে ভ্রমণ করবেন।’‌

bjp tmc

তবে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন সুব্রতবাবু। তিনি বলেন, ‘দ্বীপাঞ্চলে রোগী ও প্রসূতিদের এই স্পিড বোটে করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কার্যত অ্যাম্বুল্যান্স হিসাবে ব্যবহার করা হবে এই স্পিড বোটকে। এমনকী ভিআইপিরা সুন্দরবনে এলে এই বোটে করে বিভিন্ন দ্বীপে যাতায়াত করতে পারবেন।’ পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাই জনসেবায় এই বোট কেনা হয়েছে বলেও জানান তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর