তৃণমূল বিধায়ক বেচারাম মান্না’র দাদা যোগ দিলেন বিজেপিতে

হরিপালঃ রাজ্যে (West bengal) আর কয়েকমাসের মধ্যেই নির্বাচন। আর তাঁর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে সমস্ত দল গুলো। তবে এবারের নির্বাচনের আগে দল ভাঙনের খেলা অনেক বেশি দেখা যাচ্ছে। আর সবথেকে বেশি ভাঙন দেখা দিয়েছে শাসক দল তৃণমূলে (All India Trinamool Congress)। এই ভাঙনের মধ্যে গতকাল বিজেপিতে নাম লেখান তৃণমূল বিধায়কের আত্মীয়।

শনিবার হুগলির হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না বাড়িতে পদ্ম ফোটে। বিধায়ক বেচারাম মান্নার জ্যাঠতুতো দাদা বিধান মান্না বিজেপিতে যোগ দেন। যদিও বিধান মান্নাকে নিজের আত্মীয় মানতে অস্বীকার করেছেন তৃণমূলের বিধায়ক বেচারাম মান্না।

গতকাল বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের হাত ধরে হরিপালের বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই দলেই ছিলেন বিধান মান্না। তিনি নিজেকে তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার জ্যাঠতুতো দাদা বলে পরিচয় দেন এবং যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

বিধান মান্না বলেন, সিঙ্গুর আন্দোলনে তিনি ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। কিন্তু এরপরেও তিনি তৃণমূলের থেকে কিছুই পাননি। বিধান মান্না জানান, তিনি নন্দীগ্রাম আন্দোলনেও বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু দল কোনদিনও ওনাকে গুরুত্ব দেয়নি। আর এই কারণেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও বিধান মান্নার দাবি খারিজ করে বিধায়ক বেচারাম মান্না জানান, ওনার সাথে তাঁর কোনও সম্পর্কই ছিল না কোনদিনও।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর