বাংলায় বাড়তে থাকা আতঙ্কের মধ্যে করোনা আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক সমরেশ দাস

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (West bengal) ক্রমাগত বাড়তে থাকা করোনা আতঙ্কের মাঝে তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক সমরেশ দাসের (Samaresh Das) শরীরে এবার বাসা বাঁধল এই ভাইরাসের উপসর্গ। কয়েকদিন আগেই বিধায়কের শরীরে করোনা লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবারের সকলেই করোনা টেস্ট করান।

করোনা আক্রান্ত বিধায়ক
পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ আসলেও, রেহাই পেলেন না বিধায়ক। পূর্ব মেদিনীপুর এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে বর্তমানে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর পরিবারের সকলেই এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

new 71

করোনার বলি তৃণমূল নেতা
তবে তৃণমূলে করোনা আক্রান্তের খবর এটাই প্রথম নয়। এর আগেও শাসক দলের বহু হেভি ওয়েট নেতারা করোনা ভাইরাসের জালে জড়িয়ে পড়েছিলেন। তার মধ্যে মৃত্যুও ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। তৃণমূল বিধায়কএর মৃত্যুতে মর্মাহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।

সুস্থ হয়েছেন অনেকেই
এছাড়াও সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ, দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তারা সুস্থই আছেন। বেশ কয়েকজনের শরীরে সামান্য উপসর্গ দেখা গেলেও, তারা হোম কোয়ারেন্টিনে থাকায় এই রোগের থেকে মুক্তি লাভও ঘটেছে।

china wuhan zhongnan hospital coronavirus patient hpMain 20200129 050520 2 4x3t 992 1

আতঙ্কিত হবার কিছু নেই, মুখ্যসচিব
শুধুমাত্র শাসক দল নয়, রাজ্যের বিরোধী দল তথা বিজেপিতেও ছড়িয়ে পড়েছিল করোনা আতঙ্ক। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় করোনাকে জয় করার পর, আক্রান্ত হয়েছিলেন বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। তবে এতকিছুর মধ্যেও রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ‘পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরিয়ে যায়নি, আতঙ্কিত হবার কিছু নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর