‘৭৮৮৭৭…’! ডাক্তারদের সুরক্ষায় বড় পদক্ষেপ! বিরাট ঘোষণা করলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। তা দেখে অনেকেই ভেবেছিলেন, রাজ্যের শাসকদলের সঙ্গে হয়তো চিকিৎসক সমাজের একটা দূরত্ব তৈরি হল। এই আবহে শনিবার আমতলায় ডক্টরস কনভেনশনে বক্তব্য রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে চিকিৎসকদের সুরক্ষায় বড় ঘোষণা করেন তিনি।

  • ডাক্তারদের সুরক্ষায় বড় পদক্ষেপ অভিষেকের (Abhishek Banerjee)!

এদিন আমতলায় চিকিৎসকদের কনভেনশন থেকে একগুচ্ছ ঘোষণা করেন তৃণমূল সাংসদ। সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেন তিনি। সেই সঙ্গেই আরজি কর কাণ্ডের (RG Kar Case) উল্লেখ করে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের দাবিতেও সুর চড়ান। এর পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষায় একটি হেল্পলাইনের নম্বরও দেন তৃণমূল সেনাপতি।

অভিষেক বলেন, আমি ১০ জনের একটি কমিটি বানিয়ে দেব। আপনাদের কোথাও কোনও অসুবিধা যদি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমায় জানাবে। আমি আপনাদের পাশে থাকব। এরপরেই হেল্পলাইন নম্বর (Helpline Number) দেন তিনি। ৭৮৮৭৭৭৮৮৭৭- এক ডাকে অভিষেকের নম্বরই এদিন ফের একবার ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ ধর্ষণের সাজা মৃত্যু! ‘জেলে বসিয়ে তিন বেলা খাওয়াব কেন?’ এবার সুর চড়ালেন অভিষেক

তৃণমূল (Trinamool Congress) সাংসদ বলেন, ১০ জনের একটি প্রায়োরিটি গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে। যদি এই লাইন ব্যস্ত পাওয়ার খবর তাঁর কানে যায়, তাহলে নিজের এক্তিয়ার অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। অভিষেক এদিন বলেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত- প্রত্যেকে নিজেদের মতো করে কাজ করবে। কিন্তু তাই বলে আমরা কেন বসে থাকব? প্রশ্ন তোলেন তিনি।

Abhishek Banerjee

এদিন আমতলার ডক্টরস কনভেনশন থেকে ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড নিয়েও সরব হন অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূল সেনাপতি বলেন, ‘প্রথম দিন থেকে আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দা করছি আমি। বারবার বলেছি, এই ধরণের ঘটনা যারা ঘটায়, তাঁদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই। আজও সেই একই কথা বলছি… ধর্ষণ ব্যাধির একমাত্র সমাধান হল আইন… প্রত্যেক ১০ মিনিটে একটি করে এবং প্রতি ঘণ্টায় ৬টা করে ধর্ষণ হচ্ছে আমাদের দেশে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর