‘এই টুইটটা করার জন্য আমাকে জেলেও যেতে হতে পারে’, কী এমন লিখলেন মহুয়া মৈত্র?

বাংলা হান্ট ডেস্কঃ কং নেতা রাহুল গান্ধীর বক্তব্য সঙ্গে আদানিকাণ্ড, এই দুই ঘিরে তোলপাড় লোকসভায় (Lok Sabha) ! যার জেরে মুলতুবিও করতে হয়েছে স্পিকারকে। এবার লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লাকে (Om Birla) সরাসরি নিশানা করে টুইট (Tweet) করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। টুইটারে মহুয়া এও লিখেছেন, এর জন্য তাকে যদি জেলেও যেতে হয়, তা-ও রাজি আছেন শাসকদলের নেত্রী। তবে নিজের করা টুইটে কী এমন লিখলেন তিনি যে তার জেরে জেলেও যেতে হতে পারে মহুয়াকে?

গতকাল রাতে স্পিকারকে নিশানা করে একটি টুইট করেন সাংসদ। তাতে লেখেন, “গত তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, মাননীয় স্পিকার ওম বিড়লা শুধু বিজেপির মন্ত্রীদেরই সংসদে বলতে দিচ্ছেন। তার পরেই সংসদ মুলতুবি ঘোষণা করে দিচ্ছেন তিনি। বিরোধী কোনও সদস্যকে বলার সুযোগই দেওয়া হচ্ছে না।”

এখানেই শেষ নয়! এই টুইটের শেষে মহুয়া লেখেন, “দেশের গণতন্ত্র আজ আক্রমণের মুখে। স্পিকার সামনে থেকে তাতে নেতৃত্ব দিচ্ছেন।” নেত্রীর সংযোজন, “এই টুইটটি করার জন্য যদি আমায় জেলে যেতে হয়, আমি তাতেও রাজি।”

https://twitter.com/MahuaMoitra/status/1636068942384082944?s=20

 

প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি (JPC) গঠনের দাবিতে সংসদে একজোটে সরব হয়েছে বিরোধী সাংসদেরা। অন্যদিকে, ব্রিটেন সফরে গিয়ে করা মন্তব্য জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে সরকার পক্ষ। এই দুই বিষয়ে ক্রমাগতই উত্তাল সংসদের উভয় কক্ষই। বাকেবারে মুলতুবি হয়েছে অধিবেশন। এবার তাই নিয়েই ট্যুইটে আক্রমণ মহুয়ার।

বুধবার গভীর রাতে টুইটটি করেন তৃণমূল সাংসদ। এছাড়া মঙ্গলবার মুলতুবি শেষে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণাতেও বসেন তৃণমূল সাংসদরা। পোস্টার হাতে গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে স্লোগান চড়িয়েছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন মহুয়াও। বুধবারও গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেন তৃণমূল সাংসদেরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর