খুঁটিতে লেগে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী! দাবি তৃণমূল সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সন্ধ্যে বেলায় নন্দীগ্রামে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী স্বয়ং এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন, তিনি এও বলেছেন যে চার-পাঁচজন মিলে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। গতকালের ঘটনার পর গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী। এই ঘটনা নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা বেড়েছে। তৃণমূল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে, আরেকদিকে বিজেপি সমেত রাজ্যের বিরোধী দলগুলো এই ঘটনাকে সম্পূর্ণ নাটক বলে আখ্যা দিয়েছে।

এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা সাংসদ শিশির অধিকারী। তৃণমূলের সাংসদ বলেন, ‘রাস্তার ধারে থাকা খুঁটিতে আঘাত লেগে এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র করতে জানে না। ওঁরা আন্দোলন করতে জানে।” তিনি বলেন, নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক থাকা উচিৎ ছিল। আমি চাই উনি দ্রুত সুস্থ হয়ে আবার নন্দীগ্রামে ফিরে আসুন।”

বলে রাখি, গতকালের ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতৃত্ব ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে। আরেকদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী রাস্তার ধারে খুঁটিতে ধাক্কা লেগেই এই বিপত্তি ঘটেছে। ওনাকে কেউ ঠেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, উনি দরজা খুলে হাতজোড় করে আসছিলেন, তখনই গাড়ির গেট ওই খুঁটিতে গিয়ে লাগে আর উনি আহত হয়ে যান। কেউ ঠেলেনি, আর দরজার সামনে কেউ ছিল না।

আরেকদিকে, প্রাথমিক তদন্তের রিপোর্টে কোনও ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়নি প্রশাসনের তরফ থেকে। আজ নবান্নে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে কোনও ষড়যন্ত্রের উল্লেখ নেই। গতকালই স্বরাষ্ট্র দফতর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছিল। এরপরই প্রশাসনের তরফ থেকে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়। যেখানে একাধিক মানুষ দাবি করেন যে, মুখ্যমন্ত্রীকে কেউ ঠেলা দেননি। ওনার গাড়ির দরজা একটি পিলারে গিয়ে ধাক্কা মারে, আর তাঁর ফলে মুখ্যমন্ত্রী আহত হন। প্রশাসনের রিপোর্টে প্রত্যক্ষদর্শীদের বয়ানের কথা উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টে কোনও ষড়যন্ত্রের উল্লেখ নেই। তবে এটি প্রাথমিক রিপোর্ট মাত্র, এখনও বিস্তারিত রিপোর্ট দিতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর