‘না রে না ব্রিগেড আর ভরে না!” বামেদের কটাক্ষ করে এবার তৃণমূলের প্যারোডি সং

বাংলা হান্ট ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতি ততটাই মজাদার হচ্ছে। যদিও, এই মজাটাই ঠিক আছে। কারণ অনেক সময় বাংলার রাজনীতি হয়ে ওঠে ভয়ংকর হিংসাত্মক। আর সেই রাজনীতি খেটে খাওয়া বাঙালীরা আর চায় না। প্রতিবার ভোটের আগে একটা না একটা স্লোগান মানুষের খুব পছন্দ হয়ে ওঠে। আর এবারে তৃণমূলের বাংলাদেশ থেকে একটা আমদানি করা স্লোগান ‘খেলা হবে” বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সেই খেলা হবে স্লোগান দিয়ে তৈরি হয়েছে গানও। আর সেই গানে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধদেরও নাচতে দেখা গিয়েছে। এরপর বামেরা তাঁদের ব্রিগেড ভরানোর জন্য সম্প্রতি বাংলার জনপ্রিয় গান ‘টুম্পা সোনা”র প্যারোডি করে। বামেদের এই প্যারোডি সং বেশ জনপ্রিয়তাও পায়।

এরপর কিছু বিজেপি সমর্থক সেই টুম্পা সোনা গানের আরেকটি প্যারোডি করে। সেখানে গানের মাধ্যমে বামেদের বিঁধতে দেখা গিয়েছিল। এবার আরও একটি গানের প্যারোডি বের করল তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস। বামেদের ব্রিগেডকে কটাক্ষ করে তৃণমূলের এই গান বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

তৃণমূলের তরফ থেকে যেই গান প্যারোডি করা হয়েছে, সেটি বিখ্যাত বাংলা সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা”র বিখ্যাত গান ‘না রে না, আর তো পারিনা”। এই গানের মাধ্যমে বামেদের ব্রিগেডকে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এছাড়াও এই গানে বিজেপিকেও বিঁধতে ছারেনি যুব তৃণমূল কংগ্রেস। শুনে নিন সেই গান …

https://www.facebook.com/tmcp11/videos/3612912925473980

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর