পার্থকে নিয়ে বয়ানবাজি করায় কুণালের মুখে তালা ঝোলাল তৃণমূল, চুপ থাকব বললেন মুখপাত্র

বাংলা হান্ট ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে প্রকাশ্যে একের পর এক বিতর্কিত মন্তব্য আর সেই কারণে অবশেষে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হল কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে। ইতিমধ্যেই কুণালের কাছ থেকে মুখপাত্রের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়েছে। প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে যেভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছিলেন কুণাল, তা দলের অস্বস্তি বহু গুণে বাড়িয়ে চলেছিল আর সেই কারণেই শেষ পর্যন্ত এহেন পদক্ষেপ করলে মনে করা হচ্ছে, যা ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে পড়লো বঙ্গ রাজনীতি।

যদিও এ প্রসঙ্গে দলের বিরুদ্ধে হাঁটতে নারাজ কুণাল ঘোষ। তিনি জানান, “আমি দলের কঠিন দিনের সৈনিক। দলের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি তা পালন করব।”

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা। এক্ষেত্রে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বললেও পরবর্তীতে একের পর এক আক্রমণের তীরে পার্থকে বিদ্ধ করতে থাকেন একদা তাঁর সতীর্থ কুণাল। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের সময় তিনি বলেন, “যার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার করা হয়েছে, এ ঘটনার দায় সম্পূর্ণ তার। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।” পরবর্তীতে পার্থকে দল থেকে বহিষ্কার করার বিষয়েও সর্বপ্রথম মত প্রকাশ করেন কুণাল।

উল্লেখ্য, পার্থ-গ্রেফতারির পর অবশেষে তাঁকে দলের সকল পদ থেকে বহিষ্কার করে তৃণমূল শিবির। তবে এরপরেও মেটেনি কুণালের ক্ষোভ। তবে তার এহেন ক্ষোভের কারণ জানার জন্য ফিরে যেতে হবে অতীতে। বিগত বেশ কয়েক বছর আগে সারদা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেই সময় তিনি ষড়যন্ত্রের বিষয়টি সকলের সামনে তুলে ধরলেও এর বিরোধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি সেই সময় তাঁকে ‘দল বিরোধী’ এবং ‘পাগল’ বলেও চিহ্নিত করা হয়। আর সেই ক্ষোভেই বর্তমানে কুণাল ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বলে মত বিশেষজ্ঞদের।

গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, “জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি প্রকাশ্যে বলতে পারি যে, আমি কোনরকম অন্যায়ের সঙ্গে জড়িত নেই। তবে তা সত্ত্বেও বন্দি থাকাকালীন আমাকে বেশ কয়েকটি নিয়ম মানতে হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য হোক। তাকে যেন আমার মত সেলেই রাখা হয়।”

kunal ghosh

এরপরে তিনি জানান, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন পার্থ। সেই সময় আমি বারংবার চক্রান্তের কথা বললেও আমাকে পাগল আখ্যা দেওয়া হয়। এখন ওনাকে যেন সাধারণ বন্দিদের মতো সেলেই রাখা হয়।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুণালের এ সকল বক্তব্য তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেয়। যদিও একটি পক্ষের দাবি, কুণাল ঘোষকে শাস্তি দেওয়া হলে তা বাংলার মানুষের মনে খারাপ প্রভাব ফেলবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর