পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সেরে ফেরার পথে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আক্রান্ত ওসি

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ভবানীপুরে তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যদের হাতে আক্রান্ত হন ভবানীপুর থাকার অতিরিক্ত ওসি রাজীব সাউ।

শনিবার সন্ধায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজ এবং আশুতোষ কলেজের তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। বেশি কিছুদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ চলছিল। সেই বাদানুবাদ এবার সংঘর্ষের আকার নেই। গণ্ডগোল থামাতে যান ভবানীপুর থানার অতিরিক্ত ওসি রাজীব সাউ। আর তাতেই বিপত্তি। শাসক দলের ছাত্র সংগঠনের হাতে আক্রান্ত হন তিনি। ওনার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ওনাকে SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে। ওনার অবস্থা স্থিতিশীল।

শনিবার সন্ধে ৭টা নাগাদ কার্যত রণক্ষেত্রর চেহারা নেয় ভবানীপুর থানা সংলগ্ন এলাকা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সেরে সন্ধে নাগাদ TMCP কর্মীরা কলেজে যান। এরপরেই দীর্ঘদিন ধরে সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে চলা বাদানুবাদ আচমকাই সংঘর্ষের রূপ নিয়ে নেয়। দুই পক্ষের মধ্যে রূপচাঁদ মুখার্জী লেনে ইটবৃষ্টি আর হাতাহাতি শুরু হয়।

ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে যান ওসি রাজীব সাউ। সেখানে দুই পক্ষের মধ্যে চলা পাথরবাজিতে তিনি আহত হন। মাথায় আঘাত নিয়ে ওনাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর