বিস্ফোরক শোয়েব আখতার! হিন্দু ধর্মের হওয়ার জন্য দানেশকে এক টেবিলে বসে খেতে দিত না পাক ক্রিকেটাররা।

যখন গোটা ভারত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় হয়েছে সেই সময় হিন্দু ও মুসলিম ধর্মের ভেদাভেদ এর ব্যাপারে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব আক্তার। শোয়েব আক্তার জানিয়ে দিলেন পাকিস্তানি ক্রিকেটার দানেশ কানেরিয়ার ছিলেন একজন হিন্দু ক্রিকেটার। দানেশ শুধুমাত্র হিন্দু ধর্মের ক্রিকেটার হওয়ার কারণে তার সাথে বৈষম্যমূলক আচরণ করা হত। শোয়েব আখতারের কথায় হিন্দু ধর্মের হওয়ার কারণে এক টেবিলে বসে খেতে দেওয়া হতো না দানেশ কানেরিয়ার কে।

পাকিস্তানের একটি টিভি চ্যানেল পিবিসি স্পোর্টসের একটি অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’ এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন পাকিস্তানি তারকা বোলার শোয়েব আক্তার। আর এই অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেছেন যে আঞ্চলিক ক্রিকেট খেলার সময় বেশ কয়েকটি দলের সাথে আমার ঝামেলা হয় সেগুলি হল পাঞ্জাব, করাচি এবং পেশোয়ার। সেই সাথে আক্তার জানিয়েছেন যে ঝগড়া হওয়ার কারণ হল দানেশ কানেরিয়া বলে একজন হিন্দু ক্রিকেটার ছিলেন, তাকে এক টেবিলে বসে খেতে দিতেন না সেই দলের অধিনায়ক। তিনি খেতে বসকে ভ্রু কুচকাতেন এমনকি তাকে নিজের হাতে খাবার পর্যন্ত তুলে খাওয়ার অনুমতি দেওয়া হত না। আর এই ঘটনার প্রতিবাদ করেছিলেন শোয়েব আক্তার।

49724906af0ec499438b964a7ad37d2c2d723cf1

শোয়েব আক্তারের কথায় আঞ্চলিক বা ধর্মের ভিত্তিতে বৈষম্য আমি পছন্দ করতাম না। আর তাই আমি সেই দলের অধিনায়ক কে সরাসরি বলে দিয়েছিলাম তুমি অধিনায়ক আছো ঠিক আছে কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করলে সেটা মেনে নেওয়া হবে না। সেই সাথে আক্তার জানিয়েছেন যে দানেশ কানেরিয়া পাকিস্তানের হয়ে দীর্ঘদিন ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। দানেশের জন্যই 2005 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচে ইংল্যান্ডের প্রথম সারির বেশ কয়েক জন ব্যাটসম্যান কে আউট করে সেই ম্যাচে পাকিস্তানকে জিততে সাহায্য করেছিল দানেশ। একজন সতীর্থ হিসাবে দানেশের জন্য গর্ববোধ করেন বলেও জানিয়েছেন শোয়েব আক্তার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর