কাশ্মীরের খুশির হওয়া: ধারা ৩৭০ অপসারণের পর এই প্রথম হল খেলো ইন্ডিয়ার আয়োজন

বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীর (Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর ‘খেলো ইন্ডিয়ার’ (Khelo India) জন্য গুলমার্গে (Gulmarg) ‘Winter Games’ আয়োজন করা হয়েছে। এই খেলায় বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা এসে অংশগ্রহণ করেছে।

kashmirশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় স্নো স্কিং, স্নো বোর্ডিং, স্কি মাউন্টেরারিং, আইস টক্‌, স্নো রাগবি এবং স্নো বেস বল মিলিয়ে মোট ৩০ টি খেলার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে সমগ্র দেশ থেকে প্রায় ৮০০ এরও বেশি প্রতিযোগি অংশ নিচ্ছে। হিমালয়ান রিলিজিয়নের প্রতিযোগিদের কাছে নিজেদের দেশে হওয়া প্রথম একটি বড়ো প্রতিযোগিতা।

এইভাবে ‘Winter Games’ নিয়ে বহুল পরিমাণে চর্চা করা হবে। প্রতি ৪ বছর অন্তর ‘Winter Olympic’ আয়োজন করা হয়। এবছর খেলো ইন্ডিয়ার ‘Winter Games’ খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজ্জু (Kiran Rizzo)। তিনিও এই খেলার বিষয়ে অনেক উৎসাহ প্রদান করেন। প্রতিযোগীদের উৎসাহও দেন তিনি। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা প্রথমবার কাশ্মীরে করা হচ্ছে। গুলমার্গের সুন্দর পরিবেশে খেলো ইণ্ডিয়ার পরিবেশ গুলমার্গকে আরও সুন্দর করে তুলেছে। আজ যারা এখানে উপস্থিত নেই, তাঁরা খুব সুন্দর এক মুহুর্তের সাক্ষী হতে পারল না। আজ একটি ঐতিহাসিক দিন, যা বারবার ফিরে আসবে না’।

শ্রীনগর (Srinagar) থেকে ৫৫ কিমি দূরে গুলমার্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজ্জু ন্যাশানল সেন্টার অফ এস্কিলেন্স ফর উইন্টার স্পোর্টস অ্যাকাডেমি বানানোর কথাও বলেন। তাঁর এই বক্তব্যে সেখানকার নাগরিকরা খুবই খুশি হন। এই অ্যাকাডেমিতে কেন্দ্র থেকে সবরকম সুযোগ সুবিধা পাওয়ার কথাও বলা হয়। কাশ্মীররে এই বর্তমান পরিস্থিতিতে সেখানকার নাগরিকরা খুবই খুশি। তাঁরা আরও উন্নতির অপেক্ষায় রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর