করোনা মোকাবিলায় মুম্বাইয়ের একটি গোটা স্টেডিয়াম নেওয়া হল।

এই মুহূর্তে ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনার প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই করোনা আক্রান্ত 1200 ছাড়িয়ে গিয়েছে, এছাড়াও ইতিমধ্যেই 72 জন মানুষ করোনার কারণে প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ উপযুক্ত কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা। দিনদিন মুম্বাইতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেই জন্যই সেখানকার মিউনিসিপ্যালিটি সিদ্ধান্ত নিয়েছেন যে মুম্বাইয়ের সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামটি কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা।

এরপর থেকে মুম্বাইতে যে সমস্ত মানুষদের করোনার জন্য সন্দেহ করা হবে তাদের সকলকে রাখা হবে এই স্টেডিয়ামে। কিন্তু কেন অন্যান্য স্টেডিয়াম ছেড়ে এই স্টেডিয়ামকেই বেছে নেওয়া হল? এর কারণ হিসাবে মিউনিসিপ্যালিটি তরফে জানানো হয়েছে এই মুহূর্তে মুম্বাইয়ের করোনার হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে ওরলির কোলিওয়াদার জায়গাটিকে, আর এই জায়গাটির খুব কাছেই রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম, সেই কারণেই এই স্টেডিয়ামটিকে নেওয়া হয়েছে করোনার কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে।

স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে থাকা মাজহার নাদিওয়ালা জানিয়েছেন, এই মুহূর্তে মুম্বাই তথা মহারাষ্ট্র করোনা ভাইরাসের জন্য এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই কারণেই মিউনিসিপ্যালিটির তরফে সিদ্ধান্ত নিয়ে এই স্টেডিয়ামটিকে করোনা মোকাবিলা সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে, এখানে তৈরি করা হয়েছে তিনশোটি বেড। মূলত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের রাখা হবে এই স্টেডিয়ামে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর