কৃষক পরিবারের পাশে দাঁড়াতে নিজের হাতেই লাঙল তুলে নিলেন BJP বিধায়ক, প্রশংসায় পঞ্চমুখ সকলেই

বাংলা হান্ট ডেস্কঃ ভোট মিটলে রাজনৈতিক নেতাদের দেখা পাওয়া ভার, এটাই প্রচলিত তথ্য। সাধারণ পঞ্চায়েত স্তরের নেতাদেরই দেখা মেলে না বিধায়ক বিধায়িকা তো কোন ছাড়। তবে এবার এই ঘটনার ব্যতিক্রম দেখা গেল দার্জিলিং মিরিকে। করোনাকালে ভেঙে পড়েছে আর্থিক পরিস্থিতি। যার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরাও। আষাঢ় মাস যখন বীজ বপন করার সময় কিন্তু এখনও বীজ কেনার পয়সাই জোগাড় করতে পারছেন না অনেক চাষী।

এমনই এক ঘটনার কথা শুনতে পান দার্জিলিংয়ের বিজেপি (BJP) বিধায়ক নীরজ জিম্বা (Neeraj zimba)। দলীয় নেতৃত্বের কাছ থেকে তিনি জানতে পারেন, কার্শিয়াং মহাকুমার মিরিকে সৌরেনি বস্তির বুংকুলুং গ্রামে করোনার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কৃষক পরিবার। বর্ষা চলে এসেছে অথচ ফসলের বীজ রোপণের জন্য টাকা জোগাড় করতে পারেননি তারা। সাথে সাথেই সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান নীরজ।

শুধুমাত্র আর্থিক সাহায্য নয়। ওই কৃষক পরিবারের সাথে চারা রোপণের কাজে নিজেই হাত লাগান তিনি। মঙ্গলবার রীতিমতো বিধায়ককে দেখা যায় জমিতে লাঙল দিতে। এরপর চারা বপনের কাজেও হাত লাগান নীরজ। এই ঘটনার ছবি স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিধায়কের এ ধরনের কর্মকাণ্ডের প্রশংসা করছেন সমাজের সকল স্তরের মানুষই।

বিধায়ক নীরজ জিম্বা জানান, “করোনার আবহে পাহাড়ের মানুষ অনেক কষ্টে রয়েছেন। এ সময় যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” প্রসঙ্গত উল্লেখ্য, একুশের নির্বাচনের সময় লাঙল নিয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল বিজেপির বরিষ্ঠ নেতা রাহুল সিনহাকেও (Rahul Sinha)। প্রায় যেন তারই পথ অনুসরণ করলেন নীরজ জিম্বা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর