ইসরোকে লেখা খুদের খোলা চিঠি ভাইরাল

চন্দ্রযান টু অভিযানে ভারত 95 শতাংশ সাফল্য পেয়েছে, মাত্র কয়েক কিলোমিটারের জন্য ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় স্পেস নেটওয়ার্কের৷ ইসরোর বিজ্ঞানীরা হতাশ হলেও হাল ছেড়ে দেননি অবশেষে রবিবার অরবিটারের ক্যামেরায় ধরা পড়েছে অক্ষত অবস্থায় ল্যান্ডার বিক্রমের ছবি৷ ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা থেকেই বিভিন্ন দেশ৷

   

তবে বিজ্ঞানীদের এত বড় প্রচেষ্টা এক শিশু মনে কত বড় প্রভাব ফেলেছে তার প্রমাণ মিলল সামাজিক মাধ্যমে৷ বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে কবিতার আকারে এক খোলা চিঠি দিল দশ বছরের খুদে৷ চন্দ্রপৃষ্ঠের মাটিকে স্পর্শ করতে পারেনি তবুও ইসরোর বিজ্ঞানীদের এত দিনের কঠোর পরিশ্রমে মুগ্ধ গোটা দেশবাসী৷ তবে স্বপ্নের প্রকল্প বিন্দুমাত্র সুযোগের জন্য হাতছাড়া হয়ে যাওয়ায় যথেষ্টই ভেঙে পড়েছিলেন বিজ্ঞানীরা৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ জন আর দেশবাসীর কথা কলমের মাধ্যমে তুলে ধরেছেন এক শিশু৷

https://twitter.com/jytkoul/status/1170218352842661889

ল্যান্ডার বিক্রমের অবতরণ নিয়ে আশাবাদী ওই শিশু ইংরাজিতে একটি কবিতা লিখেছেন৷ তাঁর সেই লেখা কবিতা তাঁর মা টুইটারে শেয়ার করেছেন৷ শিশুর লেখা কবিতা ইতিমধ্যেই হয়তো পৌঁছেও গিয়েছে ইসরোর বিজ্ঞানীদের কাছে৷ দেশবাসীর মতো সেই খুদেও যে বিজ্ঞানীদের পাশে আছে তা মনে করিয়ে শীঘ্রই চন্দ্রযান থ্রি অভিযান সফল হবে এমনটাও আশা প্রকাশ করেছে৷ অর্থাত্ থেমে না থেকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সে৷

উল্লেখ্য চন্দ্রযান টু নিয়ে দেশবাসীর মনে অনেক আশা ছিল কারণ এই মিশন সফল হলে এক ঐতিহাসিক রেকর্ড গড়ত,যদিও হঠাতি দোরগোড়ায় গিয়ে নিখোঁজ হয়ে যায় ল্যান্ডার বিক্রম, তবে টানা দেড় দিনের ম্যারাথন প্রচেষ্টার পর অবশেষে তার খোঁজ মিলেছ

সম্পর্কিত খবর