কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে গিয়ে নিখোঁজ দুই পাক বক্সার, রহস্যজনক ঘটনায় বাড়ছে উদ্বেগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৩ দিন হল শেষ হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২। কিন্তু সেই হাইভোল্টেজ টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে বার্মিংহ্যামে দুই পাকিস্তানি বক্সারের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পাকিস্তান বক্সিং ফেডারেশনের সেক্রেটারি নাসির তাং বিষয়টি নিশ্চিত করে সকলের সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে বক্সার সুলেমান বালুচ এবং নাজিরুল্লাহ দলটির ইসলামাবাদে ফিরে আসার কয়েক ঘন্টা আগে থেকেই নিখোঁজ। প্রসঙ্গত, গত সোমবার ৮ই আগস্ট বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শেষ হয়েছে।

নাসির নিজের অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, “ওই দুই বক্সারের যাবতীয় প্রয়োজনীয় নথি সহ পাসপোর্ট, সবকিছুই আপাতত ফেডারেশনের কর্মকর্তাদের কাছে গচ্ছিত রয়েছে। টিম ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের পাকিস্তান হাইকমিশনের এবং লন্ডনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুলেমান ও নাজিরুল্লাহ নিখোঁজের বিষয়ে অবহিত করেছেন। তারা অপেক্ষা করছেন সন্তোষজনক কোনও সংবাদ পাওয়ার।”

তিনি আরও জানিয়েছেন যে, নিখোঁজ বক্সারদের নথি পাকিস্তান থেকে ভ্রমণকারী সমস্ত ক্রীড়াবিদদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে রাখা হয়েছে। ইতিমধ্যে সেই দেশের অলিম্পিক কমিশন চার সদস্যের এক কমিশন গঠন করেছে। এর আগে হাঙ্গেরিতে সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের ফাইজান আকবর নামক এক সাঁতারু ওই প্রতিযোগিতার নিখোঁজ হয়েছিলেন। বারবার এই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আশঙ্কায় অনেকেই।

প্রসঙ্গত চলতি কমনওয়েলথ গেমসে পাকিস্তান বক্সিং প্রতিযোগিতায় কোনো পদক জিততে পারেনি। কিন্তু ওয়েট লিফটিং এবং জ্যাভলিন থ্রো ইভেন্ট মিলিয়ে জিতেছে দুটি স্বর্ণপদক সহ মোট আটটি পদক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর