লকডাউন সফল করতে রাজ্যে আধাসেনা চাই, মত রাজ্যপালের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে লকডাউন(lockdown) ঠিক ভাবে পালন হচ্ছে না। এই অভিযোগে আগেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকার (central goverment)। সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankor) । এবার তিনি আরও কড়া ভাষায় রাজ্যে লকডাউন ১০০ শতাংশ সফল করতে আধাসেনা মোতায়েনের দাবি তুললেন।

মঙ্গলবার লকডাউনের মেয়াদ বাড়ানোর সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) বারবার বলেছেন, কড়া নিয়ম পালনের কথা। আর তার পরেই এই দাবি তুললেন রাজ্যপাল। তাঁর দাবি, স্থানীয় প্রশাসন ১০০ শতাংশ লকডাউন নিশ্চিত করতে পারছে না।

https://twitter.com/jdhankhar1/status/1250249281614696450

রাজ্যের লকডাউন নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যপাল। এর আগে রাজ্যের লকডাউন পরিস্থিতির ক্রমাবনতি প্রসঙ্গে কেন্দ্র যে সতর্কতার কথা বলেছে তাতে রাজ্য সরকার যাতে মনোযোগ দেয় তারও আর্জি জানিয়েছেন রাজ্যপাল।

তিনি টুইট করে এও লিখেছিলেন যে, রাজ্যে লকডাউন ঠিকমতো মেনে না চলার জন্য যে কর্মীরা দায়ী থাকবেন তাঁদেরও চিহ্নিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক গত সপ্তাহে রাজ্যের কিছু এলাকায় লকডাউন পরিস্থিতির অবনতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে একাধিক চিঠি পাঠায়। বিভিন্ন বাজার এলাকায় যাতে ঠিকমতো সামাজিক দূরত্ব বজায় রাখা হয় তা নিশ্চিত করতে রাজ্যকে কড়া হওয়ার বার্তাও দেওয়া হয়। মুর্শিদাবাদ ও শিলিগুড়ির নামও চিঠিতে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক।

https://twitter.com/jdhankhar1/status/1249522535277850624

তিনি তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘মহামারী করোনার বিরুদ্ধে লড়াই করছি আমরা। রাজ্যের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্ক বার্তা মেনে অবশ্যই পরিস্থিতি সংশোধন করতে হবে। সামাজিক দূরত্ব না মানা ও ধর্মীয় সমাবেশের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে।”

সম্পর্কিত খবর