আজই অযোধ্যা মামলার রায়! রায়দানের আগে শান্তি বজায় রাখার বার্তা মোদীর

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরেই দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট৷ শুক্রবারই ঘোষণা হয়েছে শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে যোদ্ধা মামলার রায়দান হবে৷ তবে এই রায় কারোর পক্ষে বা বিপক্ষে যাবে না তাই আগে থেকেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুক্রবার বিকেলে তিনি তিনটি টুইট করেছেন যেখানে বলেছেন, অযোধ্যা মামলার রায়ে কারও জয় বা পরাজয় হবে না৷ তাই দেশের নাগরিকদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি বজায় রাখা৷879767 ay

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন কয়েক মাস ধরেই সুপ্রিম কোর্টে চলা নিয়মিত শুনানিতে সারা দেশ নজর রেখেছে তাই সমাজের সর্বস্তরের মানুষ নিজেদের মতো করে শান্তি বজায় রাখার চেষ্টা করেছে সেই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন পাশাপাশি অযোধ্যা মামলার রায়ের পরেও দেশের শান্তি ও সৌহার্দ্য যাতে বজায় থাকে তার জন্য আবেদন করেছেন৷ যদিও ইতিমধ্যে অযোধ্যা মামলার সমস্ত শুনানি অক্টোবর মাসেই শেষ হয়েছে তার পর থেকে গোটা অযোধ্যা জুড়ে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে৷

এলাকায় 144 ধারা জারি করার পাশাপাশি, উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে অস্থায়ী জেল তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷ একই সঙ্গে শনি থেকে সোমবার অবধি অযোধ্যার সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে গোটা এলাকায় শান্তি নিরাপত্তা বজায় থাকে তার জন্য আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় যে কোনও পোস্ট এ লাইক কমেন্ট শেয়ার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

উল্লেখ্য কয়েকদিন আগেই অযোধ্যা মামলা নিয়ে যখন হিন্দু মুসলিমদের মধ্যে টানাপড়েন অব্যাহত ঠিক তখনই মুসলিম সংগঠন তাদের পক্ষে রায় গেলেও হিন্দুদের জমি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, যদিও শরিয়তে সেই আইন নেই এমনটাই জানানো হয় অন্য একটি মুসলিম সংগঠনের তরফে৷

সম্পর্কিত খবর