আজ আইপিএলে ডবল ধামাকা, একই দিনে মাঠে নামছে চারটি দল

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলে (IPL) ডাবল ধামাকা। অর্থাৎ আজ আইপিএলে দুটি ম্যাচ হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal Challengers Bangalore) এবং রাজস্থান রয়েলস (Rajasthan Royals) এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Rider) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

আইপিএলে প্রত্যেক বছরই এমনটা হয়ে থাকে যে ছুটির দিন গুলিতে অর্থাৎ শনিবার এবং রবিবার একই দিনে দুটি করে ম্যাচ থাকে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা একদিকে করোনা ভাইরাস অপরদিকে আমিরশাহির তীব্র গরম। আর সেই কারণে এই সব নানান দিক বিচার বিবেচনা করেই এবার আইপিএলের ম্যাচ গুলি করার সিদ্ধান্ত নিতে হচ্ছে বিসিসিআইকে।

   

যেহেতু এই বছর আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। আর আমিরশাহীতে প্রচন্ড গরম সেই কারণে এবার আইপিএলে দিনের বেলায় ম্যাচের সংখ্যা খুবই কম। এছাড়াও ভারতে দিনের বেলার ম্যাচ গুলি বিকেল চারটে থেকে শুরু হত, সেগুলি আমিরশাহীতে দুপুর 3:30 থেকে হবে। আজ এবারের আইপিএলে প্রথম ডবল ধামাকা হচ্ছে অর্থাৎ আজকেই প্রথম এবারের আইপিএলে দিনের বেলার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর এই ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং স্টিভ স্মিথের রাজস্থান রয়েলস। অপরদিকে আজকের সন্ধ্যাবেলার ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর