আজ থেকে শুরু আইপিএল মহারণ, উদ্বোধনী ম্যাচে লড়াই দুই ভারত অধিনায়কের

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। করোনার কারনে দু’বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএল। স্বাভাবিক ভাবেই আইপিএল ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে আজকের ম্যাচের মূল আকর্ষণ ভারতীয় দলের দুই সেনাপতি বিরাট বনাম রোহিতের লড়াই।

ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট অনেক সাফল্য পেলেও আইপিএলে বিরাটের থেকে এগিয়ে রোহিত। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অপরদিকে বিরাট কোহলির এখনো আইপিএল ট্রফি অধরা। তাইতো মাঝে মধ্যেই দাবি ওঠে বিরাট কোহলিকে সরিয়ে জাতীয় দলের অধিনায়ক করা হোক রোহিতকে।

তবে আজকের মঞ্চ একেবারেই আলাদা। আজ দুই দলই শক্তিশালী। দু’দলেই রয়েছে একাধিক তারকা। মুম্বাই ইন্ডিয়ান্সে যেমন রয়েছে সদ্য ভারতীয় দলে অভিষেক ঘটা সূর্যকুমার যাদব, ঈশান কিষানের মত তারকারা তেমনই বিরাটের হাতে রয়েছে দেবদত্ত পাড়িক্কল, ম্যাক্সওয়েলের মত বিধ্বংসী ব্যাটসম্যান। এছাড়া দুই দলে রয়েছে একাধিক তারকা বোলার। মুম্বাইয়ে রয়েছে বুমরাহ, বোল্টের মত তারকা বোলার অপরদিকে আরসিবিতে রয়েছে জুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজের মত বোলাররা। তাই আজকের লড়াইয়ে যে জোর টক্কর হবে তা বলাই বাহুল্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর