আজ শুক্রবার, জেনেনিন আজকের সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জেরে বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য না করতে পারায়, ভারতের অর্থনীতি কিছুটা হলেও এখন সংকটের মুখে। এই অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের প্রধানরা চাইছে দেশবাসীর সুরক্ষা। নাগরিকদের সুস্থ রাখার জন্য জারী করা হয়েছে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া, বন্ধ রয়েছে বাকি সব কিছু। বন্ধ রয়েছে সোনা, রূপোর দোকানও। তবে এই লকডাউনের মধ্যেও আজ কিছুটা উর্দ্ধমুখী হল সোনার রূপোর দাম।

   

বেশকিছু দিন ক্রমাগত দামের ওঠানামার পর আজ ফের দাম বাড়ল সোনা রূপোর। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়লেও, ব্যবসায়ীদের মুখে ফুটল হাসি। লকডাউনের বাজারেও, তাঁরা যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিল।

গতকাল কলকাতায় (Kolkata) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪০৪৯০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪০৪৯ টাকা ছিল। তবে আজ সেই দাম সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪০৬৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪০৬৯ টাকা।

আবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৩১২৫ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩১২.৫০ টাকা। সেটা আজ সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৩৫ টাকা।

সোনার দাম বৃদ্ধির সাথে সাথে,বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৩৯.৯৪ টাকা। কিন্তু আজ সেটা সামান্য বেড়ে হয়েছে ১ গ্রামের দাম ৪০.১৬টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর