আবহাওয়ার খবর : ঠান্ডায় কাপছে কলকাতা, আরও নামবে পারদ,চলতি সপ্তাহে পাহাড়ি অঞ্চলের মতন ঠান্ডা অনুভব করবে কলকাতাবাসী

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে শীতের আগমন কলকাতায়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বিভিন্ন পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বছর শীত আসতে কিছুটা দেরি হবে। বিভিন্ন পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় শীত আসতে এমন গড়িমসি করলো বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।হাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছিলো, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আসতে আর কোনো বাধা থাকবে না কার্যত হলোও এমনটাই।

   

গত ২ দিন ধরেই অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বিভিন্ন পাহাড়ি অঞ্চল ঢেকে গিয়েছে বরফের চাদরে।কলকাতাতেও গতকাল থেকে উত্তুরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে।

গত পরশু কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস গতকাল তা কমে হয় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।যেহেতু আপতত কোনও পশ্চিমী ঝঞ্ঝা নেই এবং উত্তুরে হাওয়া আসতে কোনওভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে না সে কারণে চলতি সপ্তাহে আরও নেমে যেতে পারে তাপমাত্রার পারদ বলে অনুমান আবহাওয়াবিদদের।

কাল থেকেই শীতে জুবুথুবু হয়েছিল কলকাতাবাসী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ আরও ২ থেকে ৩ ডিগ্রী নামতে পারে তাপমাত্রার পারদ। তার সাথে হাড় হিম করা উত্তুরে হাওয়ার পরশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ র কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ৫৪ শতাংশ।

হাতেগোনা কিছু দিন পরেই কেক খাওয়ার দিন অর্থাৎ বড়দিন। অবশেষে সব পশ্চিমী ঝঞ্জা কে বাই বাই জানিয়ে হাড় হিম করা ঠান্ডা উপভোগ করতে করতে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি কলকাতাবাসী।

সম্পর্কিত খবর