কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর, জেনেনিন একপলকে

বাংলাহান্ট ডেস্কঃ পরপর বেশ কয়েকদিন রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় (Weather) মেঘমুক্ত নীল আকাশের রূপ দেখা গেলেও, আজ কিন্তু সামান্য আবছা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, ঝলমলে রোদ কিন্তু আজ নাও উঠতে পারে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। সারাদিন আবছা রোদ বিরাজ করবে। তবে তাপমাত্রার কিন্তু খুব একটা হেরফের হবে না। আবার ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

n5KUOgK4QqO4A0okQpe8 serotonin sleep morning sun importance cycles alex fergus improve sleep light

আবহওয়াবিদরা আগেই জানিয়েছিলেন এবছর তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি থাকবে। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ এপ্রিল থেকে বেশ গরম অনুভূত হতে শুরু করেছে। তবে এবারে সারা দেশের ১৮ টি রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। তাঁর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়তে পারে রাজস্থান ও গুজরাটে।

কিন্তু এর পাশাপাশি আবার শোনা যাচ্ছে, ভারতে একটি ‘অস্বাভাবিক ভেজা’ এবং ‘স্বাভাবিকের চেয়ে উপরে’ বৃষ্টিপাত হতে পারে এবছর। আবার মৌসুমি বায়ু তাঁর আগমনের একদিন আগেই আঘাত হানতে পারে কেরালায়। তবে এই অনুমান যদি ঠিক হয়, তাহলে পরপর টানা দুবছরের উপরে ভারতে বর্ষা কাল ‘স্বাভাবিকের চেয়ে উপরে থাকবে’।

monsoon 1561039543 1564383165

এরই মাঝে জানিয়ে রাখি, গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ একই অর্থাৎ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কম হবে। অর্থাৎ আজ শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ কিন্তু আবছা রোদ থাকলেও, সামান্য হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর