আরও বাড়ল বাংলার তাপমাত্রা, বসন্তেই যেন গ্রীষ্মের ট্রেলার দেখাচ্ছে প্রকৃতিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শীত যেতে না যেতেই গরম এসে হাজির। আবহাওয়ার (weather) ক্যালেন্ডারে যেন বসন্ত বেমালুম বাদ পড়ে গেছে। সাধারণ ক্যালেন্ডারে ফাল্গুন চললেও, প্রকৃতি যেন বৈশাখের ট্রেলার দেখাচ্ছে। রোজই ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ।

বাংলার উত্তরের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে শুধু তাপমাত্রা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আবার বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তা গতি পরিবর্তন করে আসাম এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে বলে জানা গিয়েছে। পরবর্তী প্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা সম্ভাব নয়।

GettyImages 475052268 5 1

আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করায় হালকা রোদের তেজ অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তেই রোদের তেজ আরও কড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাঝ ফাল্গুনেই যেন বৈশাখের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। এখনই যা রোদের তেজ দেখা যাচ্ছে, তাতেই গা পুড়ে যাওয়ার যোগাড় হয়েছে বঙ্গবাসীর।

176

এরই মধ্যে আবার আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলার উত্তরের বেশ কিছু এলাকা যেমন -জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে রয়েছে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। আর বাকি এলাকায় শুকনো আবহাওয়া থাকবে। তবে উল্টোদিকে দক্ষিণে বৃষ্টির কোন চিহ্ন মাত্র নেই। আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর