নিম্নচাপের জেরে পুরো রাজ্য জুড়ে চলবে ভারি বৃষ্টি, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার অর্থাৎ আজই উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারি বৃস্তির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায় জুড়েই। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, শনিবার সকালে বাংলার দক্ষিণে ভারি বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারি বর্ষণের পূর্বাভাস নেই। রবিবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে বাংলার দক্ষিণের জেলাগুলোতে। পাশাপাশি নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে সতর্কতা জারী করেছে আবহাওয়াবিদরা।

ccbcbbc

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34 ° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা87%
বাতাস11 km/h
মেঘে ঢাকা98%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বৃষ্টিপাত এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

5239bc9b86ae4c268f743dd2e08e1d5e 5239bc9b86ae4c268f743dd2e08e1d5e 0 1597059592446 1597059635203

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের জেরে শনিবার গোটা বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারী থাকলেও, রবিবার রয়েছে ভারি বর্ষণের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার ভারি বৃষ্টিপাত এবং রাতের দিকে একবার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর