ভীষণ ঠান্ডার জন্য হয়ে যান প্রস্তুত, আগের বছরের তুলনায় এত ডিগ্রী কম থাকবে তাপমাত্রাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া (weather office) দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুধুমাত্র ডিসেম্বর নয়, এবার জানুয়ারীতেও বিরাজ করবে হাড়কাপানো ঠাণ্ডার অনুভূতি। বিগত কয়েকদিন ধর এঘ কুয়াশার দাপট দেখেছে বাংলার মানুষ। তবে শনিবার সেই কুয়াশার দাপট কম থাকলেও, কনকনে ঠাণ্ডার আগমনী বার্তা দিল আবহাওয়াবিদরা।

   

আজকের আবহাওয়া
শনিবার সকাল থেকে কুয়াশা আর সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশার দাপট অনেকটাই কম। তাপমাত্রা এবার অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে পারদ নীচের দিকে নামছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে।

কনকনে ঠাণ্ডার আগমনী বার্তা
আবহাওয়া অফিস জানিয়েছে, গত বছর জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছিল ১২ ই ডিসেম্বর থেকে এবং স্থায়ী হয়েছিল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। তবে, দিল্লীর আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানী কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার শীতল আবহাওয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবার তুষারপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়েছে। যার প্রভাব শীতকালে দেখা যাবে। এবার তাপমাত্রা প্রায় অন্যান্য বছরের তুলনায় এক থেকে দুই ডিগ্রি কম থাকবে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, এবছর ডিসেম্বরের ১১ দিন কেটে গেলেও সেভাবে ঠাণ্ডার প্রভাব এখনও পড়েনি। তাই ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের হাড়কাপানো ঠাণ্ডা অনুভব করা যাবে জানুয়ারী অবধিও। কিছুটা হলেও স্থানান্তরিত হতে পারে ঠাণ্ডার পরিস্থিতি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর