পুজো পণ্ড করতে সপ্তমীতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অসুর, সতর্ক করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের পর এবার আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে বাংলার সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। পুজোর আগে পড়ে আবহাওয়া ঠিকঠাক থাকলেও, পুজোর মধ্যে সপ্তমীতেই আছড়ে পড়তে পারে এক প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের আশঙ্কা, পুজোর আনন্দ নিমেষে শেষ করতে পারে এই ঘূর্ণিঝড়।

গতি বাংলার দিকে অগ্রসর না হলেও, এবার বঙ্গোপসাগর নয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়।  ওড়িশা, তেলেঙ্গানায় গতির প্রভাব পড়লেও, রেহাই পেয়েছে বাংলা। গতি স্থলভাগে ৫৫-৬০ কিমি বেগে আছড়ে পড়ে দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাতের দক্ষিণ প্রান্ত, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, কোঙ্কন ,গোয়া, মুম্বইয়ে এর প্রভাব পড়েছে। সবথেকে বেশি প্রভাব পড়েছিল নারাসপুর , কাঁকিনাড়া এবং বিশাখাপত্তনমে।

yyxJQ5VIcIXJDUyC 1

আজকের আবহাওয়া
আজকে সকাল থেকেই শহরের আকাশে রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় বাতাসে জলীয় বাস্প থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রোদের তেজও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গরমে হাঁসফাঁস করেছে মানুষজন।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতসহ সামান্য ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে রাতেও দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

pti6 28 2017 000163b 1589724154

ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর একটি ঘূর্ণিঝড় বিরাজ করছে। এই ঘূর্ণিঝড় আগামী ১৭ ই অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে প্রবল শক্তি সঞ্চয় করে তা ষষ্ঠী বা সপ্তমীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ওড়িশা উপকূলের কাছাকাছি প্রবেশ করলে, বাংলায়ও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর