আর দেরী নয়, খুব তাড়াতাড়ি প্রবেশ করবে মৌসুমী বায়ু, কৃষকদের জন্য স্বস্থির খবর শোনালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ এবছর মার্চ থেকেই গরম বাড়তে শুরু করলেও, বর্ষা আসবে সঠিক সময়েই- এমনটা জানাল দেশের ভূ-বিজ্ঞান মন্ত্রক। বেশি আগেও না, বা অনেক দেরী করেও না- স্বাভাবিক সময়েই দেশে প্রবেশ করবে মৌসুমি বায়ু। যার ফলে কোন সমস্যায় পড়তে হবে না কৃষকদের।

এবছর মার্চ মাস থেকেই গরম পড়তে শুরু করে দিয়েছিল। তাপমাত্রার পারদ চড়তে শুরু করতেই, বৃষ্টির জন্য অপেক্ষারত মানুষজন। তবে বৃষ্টির অভাবে দেশের একটা বিরাট অংশ সমস্যার সম্মুখীন হয়। দেশের কৃষি কাজের প্রায় সিংহ ভাগ নির্ভর করে বর্ষার জলের উপর। তাই কপালে চিন্তার ভাঁজ পড়া কৃষকদের জন্য সুসংবাদ শোনাল ভূ-বিজ্ঞান মন্ত্রক। বেশি দেরী করে নয়, জুন মাসের প্রথম সপ্তাহেই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি প্রবেশ করবে কেরলে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর যা অবস্থান রয়েছে, তাতে এবছর কৃষিকাজের পক্ষে রয়েছে অনুকূল রয়েছে বলেই জানাচ্ছেন। প্রায় ১০৩ শতাংশ বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে। এবিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, ‘এবছর সঠিক সময়ে মৌসুমি বায়ুর আগমনের ফলে কৃষিকাজ দারুণভাবে প্রভাবিত হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর