সকাল থেকেই বৃষ্টি শুরু বাংলার বেশকিছু এলাকায়, চলবে গোটা দিন: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির ভ্রূকুটি। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের আকাশে ভারী বৃষ্টির দেখা না মিললেও, গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বেশকিছু জায়গায়। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলোতে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা92%
বাতাস13 km/h
মেঘে ঢাকা93%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

নিম্নচাপের জেরে উত্তরের বেশকিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার ফলে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ছাপিয়ে গিয়ে প্লাবনের আশঙ্কাও রয়েছে। আবার ধস নামারও সম্ভাবনা রয়েছে।

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণের আকাশে ভারী বর্ষণের কালো মেঘ আপাতত নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণের বেশকিছু এলাকায়।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় কয়েকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর