এক ধাক্কায় আসবে বড়সড় পরিবর্তন, কোথাও বাড়বে গরম, কোথাও চলবে বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা হলেও এখন পরিষ্কার রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণের আকাশ পরিষ্কার হলেও, উত্তরের আকাশে ভিড় করেছে দুর্যোগের কালো মেঘ। ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারী করা হয়েছে বিভিন্ন এলাকায়।

নিম্নচাপ ধীরে ধীরে সরে যেতেই দক্ষিণের বাতাসে জায়গা করছে আদ্রতা জনিত অস্বস্তি। বাড়তে পারে তাপমাত্রার পারদ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ২ রা অগাস্ট থেকে ৪ ঠা অগাস্টের মধ্যে তাপমাত্রা পারদ ঘোরা ফেরা করবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সপ্তাহান্তে সেই পারদ চড়বে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে উত্তরে জারী থাকবে বৃষ্টির আবহাওয়া।

rain in jammu social 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা85%
বাতাস0 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

rain mumbai 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গেলেও, আগামী ২৪ ঘণ্টায় উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কিছুক্ষণের মধ্যেই কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। তবে বাংলায় পুজো অবধি এই বৃষ্টির রেশ বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

in heavy rain

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর