আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাংলা জুড়ে হবে প্রবল ঝড় বৃষ্টিঃ আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ছে তাপমাত্রার পারদ। আবারও অস্বস্তির গরমে নাজেহাল বাংলার মানুষ। আবহাওয়া দফতর (weather office) জানাছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার উত্তরের এবং দক্ষিণের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে।

বাংলার উত্তরের আলিপুরদুয়ার এবং কোচবিহারসহ প্রায় সব জেলাতেই এবং দক্ষিণের কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

kolkata rain 2

অন্যদিকে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২২ শে মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘যশ’ ২৬ শে মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে। যার আগাম প্রভাবে ২৫ তারিখ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলার সুন্দরবন এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। সেইকারণে আগে থাকতেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানা গিয়েছে।

16 heat in delhi

সকাল থেকেই চড়া রোদের তেজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়তেই এই রোদের তেজ আরও তীব্র হবে এবং বিকেলের দিকে বেশকিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর