বাংলায় পড়তে চলছে হাড়কাপানো শীত, কবে থেকে- জানাল আবহাওয়া দফতর

Weather Update: শারদোৎসব শুরু হয়ে গেছে। একদিকে করোনার হাত থেকে বাঁচতে মণ্ডপে মণ্ডপে উপছে পড়া ভিড় সামাল দিতে কলকাতা হাইকোর্ট সমস্ত পুজো প্যান্ডেলে ‘No Entry’ নির্দেশিকা জারি করেছে। আর অন্যদিকে আবহাওয়াও (Weather) দাঁড়িয়েছে মানুষের পাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় এবার বৃষ্টির সম্মুখীন হতে চলেছেন উৎসব প্রিয় মানুষজন।

rain 11 2

পুজোয় বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার ফলে বর্ষা বদায় থমকে গেছে। আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার সম্ভাব্য অভিমুখ ওড়িশা-অন্ধ্র হলেও, বাংলার এর আংশিক প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। এই নিম্নচাপের জেরে ২০ তারিখ অবধি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তারপর ২২ তারিখ থেকে ২৪ তারিখ অবধি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করছে হাওয়া অফিস।

bdmorning1576995734Dc Bagha 01

পড়বে হাড়কাপানো শীতও
পুজোর নিম্নচাপ কাটতে না কাটতেই আগাম আরও একটি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লা নিনা অবস্থা শুরু হওয়ার কারণে বঙ্গোপসাগরের ওপর আবারও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে শীতকালে প্রবল শৈত্যপ্রবাহ বজায় থাকবে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যেই হাড়কাপানো শীতের আমেজ টের পাবে মানুষজন।

rain in kolkata 1551097065 1

আজকের আবহাওয়া
পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও অবধি বাংলায় সেভাবে কোন ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। তবে হাড়কাপানো শীতের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা সামান্য কমতে শুরু করেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আকাশ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতের দিকে আকাশ আবছা থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর