সময় হয়েছে বর্ষা বিদায়ের, তাপমাত্রা সামান্য বাড়লেও সপ্তাহান্তে শীতের আমেজ পাবে বাঙালী: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে নিম্নচাপের টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরের দিকে বৃষ্টির সামান্য পূর্বাভাস থাকলেও, তা ধীরে ধীরে কমার দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বর্ষা বিদায়ের সময় এসে গিয়েছে। বাংলা থেকে শনিবার অর্থাৎ ২৩ শে অক্টোবরই এবং দেশ থেকে ২৬ শে অক্টোবর বিদায় নিতে পারে বর্ষা।

বৃষ্টির আবহাওয়া কাটতেই বেশ ঝলমলে রোদ যেমন একদিকে দেখা যাচ্ছে, তেমনই অন্যদিকে কিন্তু এখন থেকে বেশ একটা হালকা শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। সেইসঙ্গে রাতের দিকে একটা ভ্যাপসা গরমও অনুভব করছে বাংলার মানুষ। সপ্তাহান্তেই পেতে পারেন শীতের আমেজ।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা23° C
আদ্রতা90%
বাতাস0 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপ কেটে যেতেই বাংলায় দেখা যেতে পারে প্রাক শীতের মরশুম- এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কালী পুজোর আগেই বাংলায় একবার ঢুঁ মারতে পারে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে ২২ শে অক্টোবর থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এন্ট্রি নেবে প্রাক শীত বা প্রি উইন্টার পর্ব। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর