কিছুসময়ের মধ্যেই এই ৩ জেলায় হবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টির রেশ কিছুটা কমলেও, বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ বিরাজ করলেও, একটু বেলার দিকেই বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণাবর্তের জেরে যে টানা বৃষ্টি চলছিল গোটা বাংলা জুড়ে, তা বর্তমানে থেমে গিয়েছে। এখন সকালের দিকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকলেও, বেলার দিকে রোদের প্রকাশ ঘটছে। বেশ ঝলমলিয়ে রোদ উঠতেও দেখা যাচ্ছে। আবারও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে কিছুক্ষণের মধ্যে বেশকিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Rain in Kolkata2 4 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা88%
বাতাস10 km/h
মেঘে ঢাকা59%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

rain 24

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

শুক্রবার সকাল থেকেই বাতাসে জলীয় বাস্প বেশি থাকার কারণে, কিছুটা গরম অনুভূত হচ্ছে। তবে কিছুসময়ের মধ্যেই দক্ষিণবঙ্গের হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একাংশে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে রয়েছে সপ্তাহভোর বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর